দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার দুই কার্যদিবস পর সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এক্সচেঞ্জের প্রধান সূচক ও বাছাইকৃত শেয়ারের সূচক এদিন কমেছে। পাশাপাশি কমেছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের বাজারদর। তবে লেনদেন হয়েছে এক বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ভিন্নচিত্র দেখা গেছে। দ্বিতীয় বৃহত্তর এই বাজারে এদিন সূচক ও লেনদেন বেড়েছে। বিপরীতে কমেছে এক্সচেঞ্জটির লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৪৮ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১২৩ পয়েন্টে নেমে গেছে। তবে ডিএসই শরিয়াহ সূচক দশমিক ৭০ পয়েন্ট বেড়ে এক হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে।

আজ (মঙ্গলবার) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ১৩৭টির। বিপরীতে কমেছে ২১৫টির। তবে ৪৫টির দর অপরিবর্তিত ছিল। এক্সচেঞ্জটিতে মোট ১ হাজার ২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। এরপর আর এই বাজারের লেনদেন দুই হাজার কোটি টাকার সীমা অতিক্রম করতে পারেনি।
আজ লেনদেন বাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে সিটি ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৪২ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মালেক স্পিনিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৭ লাখ টাকার। ২৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- সোনালি পেপার, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, বিচ হ্যাচারি, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, এবং ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স।
অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই আজ ১৫ পয়েন্ট বেড়েছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২৪২ প্রতিষ্ঠানের মধ্যে ১১৭টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৯৭টির এবং ২৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৫০ কোটি ৪৫ লাখ টাকা।

ডেস্ক রিপোর্ট 























