ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা তৈরি জরুরি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ৫৭ বার দেখা হয়েছে

শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন আলোচকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) রায়েরবাজার স্কুলে অ্যাকুমেন হ্যাভেন, অওরর টেক্স, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলা : শিক্ষার্থীদের নেতৃত্ব শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

আলোচকরা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেমন বিপর্যয়ের মুখোমুখি, তেমনি এই সমস্যা মোকাবিলায় উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে, যা জনস্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক। এ পরিস্থিতিতে, শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র পরিবেশের জন্য নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান, পৃথিবীকে সুস্থ ও বাসযোগ্য করার জন্য আমরা যেন সর্বদা সচেষ্ট থেকে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে, একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে এবং অপরকে পরিবেশের ক্ষতিসাধন হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত রাখতে পারি।

সেমিনারে উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, অ্যাকুমেন হ্যাভেনের ফিল্ড কো-অর্ডিনেটর এস এম ফেরদৌস, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, রায়ের বাজার হাই স্কুলের সহকারী শিক্ষক, ফরিদা ইয়াসমিন, সবিতা রানি পাল, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা প্রমুখ।

শিক্ষার্থীদের জলবায়ু সচেতনতা তৈরি জরুরি

প্রকাশিত : ০৪:৩৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে উল্লেখ করেছেন আলোচকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) রায়েরবাজার স্কুলে অ্যাকুমেন হ্যাভেন, অওরর টেক্স, রায়ের বাজার উচ্চ বিদ্যালয় এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে জলবায়ু পরিবর্তন মোকাবিলা : শিক্ষার্থীদের নেতৃত্ব শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

আলোচকরা বলেন, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ যেমন বিপর্যয়ের মুখোমুখি, তেমনি এই সমস্যা মোকাবিলায় উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অপরিসীম। জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে, যা জনস্বাস্থ্য, কৃষি উৎপাদন এবং জীববৈচিত্র্যের জন্য বিপজ্জনক। এ পরিস্থিতিতে, শিক্ষার্থীদের মধ্যে জলবায়ু সচেতনতা তৈরি এবং পরিবেশ সুরক্ষায় তাদের ভূমিকা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তারা বলেন, জলবায়ু পরিবর্তন শুধুমাত্র পরিবেশের জন্য নয়, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবর্তন আনছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বান, পৃথিবীকে সুস্থ ও বাসযোগ্য করার জন্য আমরা যেন সর্বদা সচেষ্ট থেকে সংকট মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারি। শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে, একজন সচেতন মানুষ হিসেবে নিজেকে এবং অপরকে পরিবেশের ক্ষতিসাধন হয় এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত রাখতে পারি।

সেমিনারে উপস্থিত ছিলেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেছা, অ্যাকুমেন হ্যাভেনের ফিল্ড কো-অর্ডিনেটর এস এম ফেরদৌস, ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী, রায়ের বাজার হাই স্কুলের সহকারী শিক্ষক, ফরিদা ইয়াসমিন, সবিতা রানি পাল, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের প্রকল্প কর্মকর্তা প্রমা সাহা প্রমুখ।