দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য অভিনয় জীবনের পর অবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে সম্মানিত হলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান। ভারতের অন্যতম সর্বোচ্চ এই সম্মাননাটি তার মুকুটে যোগ করলো এক নতুন পালক। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিজ হাতে কিং খানের হাতে সেরা অভিনেতার পুরস্কার তুলে দেন।
গত ১ আগস্ট যখন পুরস্কার বিজয়ীদের তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই এই খবরটি ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খান তার ব্লকবাস্টার ছবি ‘জওয়ান’-এর জন্য এই পুরস্কারটি পেয়েছেন। একই বিভাগে যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি।

অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে অসাধারণ অভিনয়ের সুবাদে সেরা অভিনেত্রীর সম্মান পেয়েছেন আরেক জনপ্রিয় তারকা রানী মুখার্জি। একই মঞ্চে ‘কুচ কুচ হোতা হ্যায়’ ছবির দুই তারকা রাহুল ও টিনাকে একসঙ্গে দেখে স্বভাবতই উচ্ছ্বসিত ছিলেন অসংখ্য দর্শক ও ভক্তরা।
শাহরুখের এই পুরস্কার জয়কে তার দীর্ঘ ক্যারিয়ারের এক নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। মাঝে প্রায় ৩৩ বছরের পথচলা, যেখানে তিনি কখনও হয়েছেন ‘রাজ’, কখনও বা ‘রাহুল’, আবার কখনও কাভেরী আম্মার ‘মোহন’। তার এই অভিনয় যাত্রায় সব ছবিই বক্স অফিসে সফল হয়নি। একটা সময় তো তিনি নিজেও হতাশ হয়ে দীর্ঘদিনের বিরতি নিয়েছিলেন।
সেই বিরতিতেই নিজেকে ভেঙে নতুন করে গড়েছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে ফিরেছেন দারুণ সব অ্যাকশন দৃশ্যের মাধ্যমে। ‘পাঠান’, ‘জওয়ান’, এবং ‘ডাঙ্কি’-এর মতো সুপারহিট ছবির মাধ্যমে তিনি বুঝিয়ে দিয়েছেন কেন তিনি আজও বলিউডের কিং। আর এই ‘জওয়ান’-ই তাকে এনে দিয়েছে স্বপ্নের এই জাতীয় পুরস্কার।

ডেস্ক রিপোর্ট 























