পবিত্র রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয়ে ছুটি বহাল রাখা এবং সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির হিসাব থেকে বাদ দেওয়ার আবেদন জানিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজীজী।
এতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ গত ২৮ ডিসেম্বর ২০২৬ তারিখে শিক্ষাবর্ষের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করেছে। এতে পবিত্র রমজানে ৫ মার্চ পর্যন্ত প্রায় ১৫ দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে আরও বলা হয়, রমজান মাসে রোজা রেখে শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে নিয়মিত শ্রেণি কার্যক্রমে অংশ নেওয়া অত্যন্ত কষ্টকর। বিশেষ করে রাতে তারাবি নামাজ আদায়ের কারণে পরদিন শিক্ষা কার্যক্রম চালানো আরও কঠিন হয়ে পড়ে। এ বাস্তবতায় রমজান মাসে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানানো হয়।
এ ছাড়া সংগঠনটির অভিযোগ, ২০২৬ সালের মার্চ মাসের ১৩, ১৪, ২০ ও ২১ তারিখ, মে মাসের ২৯ ও ৩০ তারিখ এবং ডিসেম্বর মাসের ২৫ ও ২৬ তারিখসহ মোট ৮ দিন সাপ্তাহিক ছুটিকে বার্ষিক ছুটির সঙ্গে গণনা করা হয়েছে, যা যুক্তিসংগত নয়। এ অবস্থায় রোজার মাসে ছুটি বহাল রেখে সাপ্তাহিক ছুটির দিনগুলোকে মোট বার্ষিক ছুটি থেকে বাদ দিয়ে ছুটি পুনঃসমন্বয়ের জন্য মহাপরিচালকের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

ডেস্ক রিপোর্ট 






















