মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলে শতাধিক শিশুর মধ্যে বিনামূল্যে বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণ করেছে ‘কাগজবাড়ি’ নামে একটি প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার চরাঞ্চল বাঘুটিয়া ইউনিয়নের ৮৪ নম্বর পারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বায়তুল ইহসান জায়েদিয়া দুধজানিয়া মাদরাসায় এসব শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।
কাগজবাড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়িয়ে শিক্ষা বিস্তারে অবদান রাখাই তাদের মূল লক্ষ্য। শুধু দাতব্য কার্যক্রম নয়, বরং বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করাও এই উদ্যোগের অংশ।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ৮৪ নম্বর পারুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ার বলেন, চরাঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীরা আর্থিক সংকটের কারণে অনেক সময় প্রয়োজনীয় খাতা-কলম কিনতে পারে না। কাগজবাড়ির এমন উদ্যোগ শিশুদের পড়াশোনার আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে।
এ বিষয়ে ১ নম্বর দক্ষিণ বাঘুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুল্লাহ মিন্টো বলেন, শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। তবে দেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসংখ্য শিশু এখনো মৌলিক শিক্ষা উপকরণের অভাবে পিছিয়ে পড়ছে। অনেক সময় অর্থাভাবে তারা খাতা-কলম পর্যন্ত কিনতে পারে না। এমন বাস্তবতায় তাদের পাশে দাঁড়িয়েছে ‘কাগজবাড়ি’ নামের এই প্রতিষ্ঠান। আমরা কাগজবাড়ির এই উদ্যোগকে সাধুবাদ জানাই।