ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭ বার দেখা হয়েছে

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ানের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মিয়-স্বজনরা অংশ নেন জানাজায়। এর আগে, গতকাল রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানায়া সম্পন্ন হয়।

গত ২৪ জুলাই অভ্যুত্থ্যানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর, কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেষ দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী

প্রকাশিত : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের সদ্য সাবেক শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ানের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মনোহরদী উপজেলার শুকুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা শেষে ব্রাহ্মনহাটা গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ সময় এলাকার স্থানীয় লোকজনসহ মরহুমের আত্মিয়-স্বজনরা অংশ নেন জানাজায়। এর আগে, গতকাল রাজধানীর আজাদ মসজিদে তার প্রথম জানায়া সম্পন্ন হয়।

গত ২৪ জুলাই অভ্যুত্থ্যানের পর গত বছরের সেপ্টেম্বর মাসে তাকে রাজধানী থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর, কেন্দ্রীয় কারাগারেই ছিলেন তিনি। সম্প্রতি কারাগারে অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। শেষ দুই মেয়াদে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।