আশ্বিন মাসের বৃষ্টিতে ঢাকার অনেক রাস্তা ডুবে গেছে। টানা বৃষ্টির ফলে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, নিউমার্কেট, মালিবাগ, শান্তিনগর, সায়াদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, কালশিসহ বিভিন্ন সড়ক ও অলগলিতে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে।

এদিকে জলাবদ্ধতা নিরসনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের একাধিক টিমকে কাজ করতে দেখা গেছে। তারা সড়কের ম্যানহোলগুলো খুলে পানি নিষ্কাশন করতে কাজ করছেন। এছাড়াও ডিএসসিসির ওয়ার্ড ভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিমকে কাজ করতে দেখা গেছে।
সিটি কর্পোরেশনের কর্মীরা জানিয়েছেন, পানি নির্গমনের আউটলেট অংশ এবং খাল-নদীর অংশের পানির লেভেল প্রায় একই হওয়ার ফলে পানি নিষ্কাশনে ধীরগতি হচ্ছে। পানি নামতে আরও সময় লাগতে পারে।
রাজধানীর কালশি এলাকার বাসিন্দা হাসিবুর রহমান বলেন, সকাল থেকেই এই এলাকায় জলাবদ্ধতা ছিল, হাটু পানি মারিয়ে চলাচল করতে হচ্ছিলো। পরে সিটি কর্পোরেশনের লোকেরা এসেছে। তারা ম্যানহোলের ঢাকনা খুলে পানি অপসরণের কাজ করছে।
মিরপুর ১ এর বাসিন্দা খোরশেদ আলম বলেন, মিরপুর ১ এলাকা এখনও ডুবে আছে। পানি নামাতে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করলেও এখনও জলাবদ্ধতা আছে। বিভিন্ন অলিগলি এখনো ডুবে আছে।

ডেস্ক রিপোর্ট 























