অরুন দাস বাকেরগঞ্জ প্রতিনিধি:
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় কন্যা শিশু দিবস উপলক্ষে শিশু বিষয়ক দপ্তরের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদের হলরুমে নির্বাহী অফিসার রুমানা আফরোজ এর সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা ও স্কুলের শিশু শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভায় প্রথমে অংশ নেন শিশু বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খন্দকার আমিনুল ইসলাম, পিআইও কামরুজ্জামান খান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা -বৃন্দ।