ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

অসুস্থ মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেলা হলোনা শাহনাজ পারভীনের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৩ বার দেখা হয়েছে

শেরপর (বগুড়া) প্রতিনিধি:

তিন বছরের অসুস্থ মেয়ে হুমায়রাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলোনা মা শাহনাজ পারভীনের। পথেই তাঁর প্রাণ কেড়ে নিল দ্রুতগতির অজ্ঞাত এক বাস। পাঁচ বছরের দাম্পত্য জীবনে শাহনাজ পারভীনের ৯মাস বয়সী আরও একটি পুত্র সন্তান রয়েছে। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহনাজ পারভীন (২৫) বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শৈল‍্যাপাড়া গ্রামের মো, হেলাল (২৭) উদ্দিনের স্ত্রী।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় বিশ্বরোডের উপর মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্বরোড পারাপারের সময় দ্রুত গতির অজ্ঞাত এক বাস তাঁকে ধাক্কা দিলে সিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের স্বামী হেলাল উদ্দিন জানান, দুপুরে তাঁর স্ত্রী অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। সন্ধ্যায় ফোনে তাকে জানানো তাঁর স্ত্রী আর পৃথিবীতে নেই। হতাশা প্রকাশ তিনি বলেন, সে তো চলেই গেল, আমাদের ৯ মাসে বয়সের একটি ছেলে রয়েছে তার কি হবে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে
মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

অসুস্থ মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেলা হলোনা শাহনাজ পারভীনের

প্রকাশিত : ০৮:০১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

শেরপর (বগুড়া) প্রতিনিধি:

তিন বছরের অসুস্থ মেয়ে হুমায়রাকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরা হলোনা মা শাহনাজ পারভীনের। পথেই তাঁর প্রাণ কেড়ে নিল দ্রুতগতির অজ্ঞাত এক বাস। পাঁচ বছরের দাম্পত্য জীবনে শাহনাজ পারভীনের ৯মাস বয়সী আরও একটি পুত্র সন্তান রয়েছে। হৃদয় বিদারক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শাহনাজ পারভীন (২৫) বগুড়ার শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের শৈল‍্যাপাড়া গ্রামের মো, হেলাল (২৭) উদ্দিনের স্ত্রী।

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় বিশ্বরোডের উপর মর্মান্তিক এই সড়ক দূর্ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্বরোড পারাপারের সময় দ্রুত গতির অজ্ঞাত এক বাস তাঁকে ধাক্কা দিলে সিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।

নিহতের স্বামী হেলাল উদ্দিন জানান, দুপুরে তাঁর স্ত্রী অসুস্থ মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যায়। সন্ধ্যায় ফোনে তাকে জানানো তাঁর স্ত্রী আর পৃথিবীতে নেই। হতাশা প্রকাশ তিনি বলেন, সে তো চলেই গেল, আমাদের ৯ মাসে বয়সের একটি ছেলে রয়েছে তার কি হবে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, আইনী প্রক্রিয়া শেষে
মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।