ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করা যায়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

পরিচালক আফসানা বেগমের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না ৩ বন্ধুর

প্রকাশিত : ০১:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার সুফিয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল বড়ুয়া (৪০), সানি বড়ুয়া (৪০) ও নিপু বড়ুয়া (৩৮)। তারা সবাই উপজেলার মায়ানী ইউনিয়নের দমদমা বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিহত তিনজনই ঘনিষ্ঠ বন্ধু। বৃহস্পতিবার দিবাগত রাতে বিয়ের দাওয়াত খেয়ে ফিরছিলেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের অজ্ঞাত গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা তিনজনই নিহত হয়েছেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বলেন, নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার কবলে পড়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তবে মোটরসাইকেলে ধাক্কা দেয়া গাড়িটি শনাক্ত করা যায়নি।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, শুক্রবার ভোর রাতে সুফিয়া রোড এলাকায় দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনার পরপরই জোরারগঞ্জ হাইওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।