বাংলাদেশের জ্বালানি ও খনিজ খাতে গবেষণা, শিক্ষা ও প্রশিক্ষণ জোরদারে বাংলাদেশ পেট্রোলিয়াম ইনস্টিটিউট (বিপিআই) পাঁচটি শীর্ষ প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।
শনিবার (১৮ অক্টোবর) বিপিআই-এর সদর দপ্তরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এই চুক্তির আওতায় বিপিআই-এর সঙ্গে যুক্ত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগ, বিসিএসআইআর-এর ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি, বুয়েটের পেট্রোলিয়াম ও মিনারেল রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিভাগ, পেট্রোবাংলা এবং কডার্সট্রাস্ট লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিপিসি চেয়ারম্যান ও সচিব মো. আমিন উল আহসান। সভাপতিত্ব করেন বিপিআই-এর মহাপরিচালক খেনচান।
চুক্তি স্বাক্ষরকারীরা বলেন, এই উদ্যোগ জ্বালানি ও খনিজ খাতে গবেষণা, মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।