ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

প্লাস্টিক কারখানায় অভিযান : নিষিদ্ধ পলিথিন জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌর শহরে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা বারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিএমএ মুনীব জানান, সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান গলি সড়ক সংলগ্ন খালপাড় এলাকায় অবস্থিত মেসার্স জাবের প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানে কারখানা থেকে পলিথিন তৈরির প্রায় তিন হাজার কেজি কাঁচামাল (পিপিই দানা) এবং ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।
তবে অভিযানকালে কারখানার কোনো কর্মকর্তা-কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান বলেন, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
জব্দকৃত পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারখানার মালিক মো. জিয়া উদ্দিন জানিয়েছেন-তাদের কারখানায় অনুমোদন অনুযায়ী শুধু প্লাস্টিক পণ্য তৈরি করা হচ্ছিল, তবে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন কারখানায় কিভাবে এসেছে সে বিষয়ে তিনি কোনো সদুত্তর  দিতে পারেননি।
জনপ্রিয় সংবাদ

২৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার ঢাকা জেলায়

প্লাস্টিক কারখানায় অভিযান : নিষিদ্ধ পলিথিন জব্দ

প্রকাশিত : ১২:০৪:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
বরিশাল প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌর শহরে একটি প্লাস্টিক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদফতরের বরিশাল কার্যালয়ের কর্মকর্তারা গোপন তথ্যের ভিত্তিতে বানারীপাড়া উপজেলা প্রশাসনের সহায়তায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ অভিযান পরিচালনা করে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা বারোটার দিকে তথ্যের সত্যতা নিশ্চিত করে অভিযানে অংশ নেওয়া বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জিএমএ মুনীব জানান, সোমবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে বানারীপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান গলি সড়ক সংলগ্ন খালপাড় এলাকায় অবস্থিত মেসার্স জাবের প্লাস্টিক অ্যান্ড প্যাকেজিং কারখানায় এ অভিযান চালানো হয়।
অভিযানে কারখানা থেকে পলিথিন তৈরির প্রায় তিন হাজার কেজি কাঁচামাল (পিপিই দানা) এবং ৭২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।
জব্দকৃত কাঁচামাল ও নিষিদ্ধ পলিথিনের আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে আট লাখ টাকা।
তবে অভিযানকালে কারখানার কোনো কর্মকর্তা-কর্মচারীকে আটক করা সম্ভব হয়নি।
পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুজ্জামান বলেন, নিষিদ্ধ পলিথিন উৎপাদনের গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
জব্দকৃত পলিথিন ও কাঁচামাল পরিবেশ অধিদফতরের বরিশাল জেলা কার্যালয়ে সংরক্ষণের জন্য পাঠানো হয়েছে।
এ ব্যাপারে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কারখানার মালিক মো. জিয়া উদ্দিন জানিয়েছেন-তাদের কারখানায় অনুমোদন অনুযায়ী শুধু প্লাস্টিক পণ্য তৈরি করা হচ্ছিল, তবে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন কারখানায় কিভাবে এসেছে সে বিষয়ে তিনি কোনো সদুত্তর  দিতে পারেননি।