ভোলায় অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ রমজান আলী রনি নামে চাকরিচ্যুত এক সাবেক পুলিশ কনস্টেবলকে আটক করেছে নৌবাহিনী।
রোববার (১৯ অক্টোবর) রাতে নৌবাহিনীর ভোলা কন্টিনজেন্ট থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এদিন ভোরে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গাজীপুর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিক্তিতে রোববার ভোরে অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী রমজান আলী রনিকে আটক করা হয়েছে। অভিযানে রনির বসতবাড়ি তল্লাশি করে ১০৩ পিস ইয়াবা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ৮ হাজার ৭৩০ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রনি নিজেকে পুলিশের সোর্স বলে দাবি করে এবং বর্তমানে তার আস্তানা বসত বাড়ির বাগানে ক্রয় করতে আসা সেবনকারীদের কাছে ইয়াবা বিক্রির পর লেনদেনে সমস্যা হলে পুলিশে ধরিয়ে দিবে বলে ভয় দেখিয়ে বিপুল টাকা আদায় করে নেয়। রনিকে চাহিদামতো টাকা দিতে অসমর্থ হলে ফোন করে ডিবির কাছে বর্ননা দিয়ে ধরিয়ে দেয়।
আরও জানানো হয়, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল সহ আসামিকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এসময় অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন। সমুদ্র ও উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ সন্ত্রাস,মাদক ও অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে এ ধরনের কঠোর অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রাখবে বাংলাদেশ নৌবাহিনী।