ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

ডিএনসিসি গুলশান-বাড্ডা এলাকায় ফুটপাত দখলমুক্ত করলো

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ১৬ বার দেখা হয়েছে

রাজধানীর গুলশান ২ এবং মেরুল বাড্ডা এলাকার ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২২ অক্টোবর) গুলশান ২ এবং মেরুল বাড্ডা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে গুলশান-২ এর ৫০ ও ৮৪ নম্বর রাস্তা ও ফুটপাত হতে অবৈধ দখলকৃত অস্থায়ী ২০/২৫টি টং দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া অনুমতি ছাড়া কয়েকটি বিল্ডিংয়ের ক্যানফি উচ্ছেদ করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।

অন্যদিকে ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মেরুল বাড্ডা বাঁশ ক্রয়-বিক্রয়ের স্থান এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখলকৃত অস্থায়ী ২০ থেকে ২৫টি টং দোকান উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।

ডিএনসিসি গুলশান-বাড্ডা এলাকায় ফুটপাত দখলমুক্ত করলো

প্রকাশিত : ০৩:৩৬:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

রাজধানীর গুলশান ২ এবং মেরুল বাড্ডা এলাকার ফুটপাত দখলমুক্ত করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২২ অক্টোবর) গুলশান ২ এবং মেরুল বাড্ডা এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করে সংস্থাটি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমে গুলশান-২ এর ৫০ ও ৮৪ নম্বর রাস্তা ও ফুটপাত হতে অবৈধ দখলকৃত অস্থায়ী ২০/২৫টি টং দোকান উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। এছাড়া অনুমতি ছাড়া কয়েকটি বিল্ডিংয়ের ক্যানফি উচ্ছেদ করে প্রায় দেড় কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।

অন্যদিকে ডিএনসিসির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক মেরুল বাড্ডা বাঁশ ক্রয়-বিক্রয়ের স্থান এলাকায় রাস্তা ও ফুটপাত থেকে অবৈধ দখলকৃত অস্থায়ী ২০ থেকে ২৫টি টং দোকান উচ্ছেদ করা হয়। এ সময় প্রায় ১ কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল মুক্ত করা হয়েছে।