জুবাইয়া বিন্তে কবির :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন শাখায় কর্মরত ড্রাইভারদের জন্য নির্মিত আধুনিক বিশ্রামাগারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের কর্মপরিবেশকে আরও মানবিক ও সহায়ক করে তোলার লক্ষ্যে গৃহীত এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয় পরিবারের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
২৬ অক্টোবর (রবিবার) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন শাখায় এই নবনির্মিত বিশ্রামাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান এবং পরিবহন কর্মকর্তা অধ্যাপক মো. কামাল হোসেনসহ পরিবহন শাখার সকল কর্মকর্তা, প্রকৌশলী, ড্রাইভার ও হেলপাররা।

উদ্বোধনকালে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “একটি প্রতিষ্ঠানের উন্নতি শুধু প্রযুক্তি বা অবকাঠামোয় নয়—এর প্রতিটি মানুষই সেই উন্নতির অঙ্গ। আমাদের ড্রাইভার ও হেলপার ভাইয়েরা বিশ্ববিদ্যালয়ের চলমানতা ও নিরাপত্তার নীরব সৈনিক। তাঁদের আরাম, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করাই আমাদের মানবিক দায়িত্ব।”
তিনি আরও বলেন,“আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে চাই, যেখানে প্রতিটি কর্মী নিজেকে গর্বের সঙ্গে এই পরিবারের অংশ মনে করবে। এই বিশ্রামাগার তারই প্রতীক—একটি ছোট পদক্ষেপ, যা বড় মমতার বার্তা বহন করে।”
অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও উপাচার্যের এই উদ্যোগের প্রশংসা করেন এবং বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, নিরাপদ ও কর্মীবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, নবনির্মিত বিশ্রামাগারটিতে ড্রাইভারদের বিশ্রাম ও স্বস্তির জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংযোজন করা হয়েছে, যা তাঁদের কর্মজীবনে নতুন স্বস্তি ও কর্মোদ্যম এনে দেবে বলে আশা প্রকাশ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















