ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ডিএনসিসির কমিটি ১৮টি ওয়ার্ডের কাজ যাচাই-বাছাইয়ে

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫
  • ৬১ বার দেখা হয়েছে

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের আওতায় কাজগুলো যাচাই- বাছাইয়ে জন্য কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, এই কমিটি সমাপ্তকৃত সড়ক ড্রইং অনুযায়ী হয়েছে কিনা তা তদারকি করবেন। কমিটি সরেজমিন পরিদর্শন, যাচাই-বাছাই ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক এই প্রকল্পের পরিচালককে এবং সদস্য সচিব করা হয়েছে ১৮টি ওয়ার্ডের প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির বাকি দুই সদস্য হলেন সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী এবং জোনের সহকারী প্রকৌশলী।

 

জনপ্রিয় সংবাদ

দাউদকান্দিতে সাংবাদিকদের সাথে ১০ দলীয় জোটের মতবিনিময় সভা

ডিএনসিসির কমিটি ১৮টি ওয়ার্ডের কাজ যাচাই-বাছাইয়ে

প্রকাশিত : ০৩:৪৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুনভাবে অন্তর্ভুক্ত ১৮টি ওয়ার্ডের সড়ক অবকাঠামো ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও উন্নয়ন (ফেজ-১) শীর্ষক প্রকল্পের আওতায় কাজগুলো যাচাই- বাছাইয়ে জন্য কমিটি গঠন করেছে সংস্থাটি।

শুক্রবার (৩১ অক্টোবর) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে তথ্য জানা গেছে।

এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান একটি অফিস আদেশ জারি করে এই কমিটির অনুমোদন দিয়েছেন।

সচিব মুহাম্মদ আসাদুজ্জামান জানান, এই কমিটি সমাপ্তকৃত সড়ক ড্রইং অনুযায়ী হয়েছে কিনা তা তদারকি করবেন। কমিটি সরেজমিন পরিদর্শন, যাচাই-বাছাই ও অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, গঠিত কমিটির আহ্বায়ক এই প্রকল্পের পরিচালককে এবং সদস্য সচিব করা হয়েছে ১৮টি ওয়ার্ডের প্রকল্পের নির্বাহী প্রকৌশলীকে। পাশাপাশি কমিটির বাকি দুই সদস্য হলেন সংশ্লিষ্ট জোনের নির্বাহী প্রকৌশলী এবং জোনের সহকারী প্রকৌশলী।