বরিশাল প্রতিনিধি :
জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার আমীর ও বরিশাল-৪ আসন থেকে জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার বলেছেন-হিজলা, মেহেন্দিগঞ্জ ও কাজিরহাট থানা এলাকা একটি নদী বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল। প্রতিবছর এখানে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গ্রামের পর গ্রাম, নষ্ট হচ্ছে ফসলি জমি।
তাছাড়া এসব এলাকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মূল্যবান ভোটের মাধ্যমে আমাকে এমপি নির্বাচিত করা হলে, তথা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বিজয়ী করা হলে সর্বপ্রথম আমি নদী ভাঙনরোধে কাজ শুরু করবো। পাশাপাশি অবহেলিত ও নদীবেষ্টিত বরিশাল-৪ আসনের মানুষের জীবন ও মানোন্নয়নে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে কাজ করে যাবো। পাশাপাশি স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থার উন্নতী, বাজার মনিটরিংসহ সকল অন্যায় অনিয়মের বিরুদ্ধে নিরলসভাবে কাজ করে যাবো।

বরিশালের হিজলা উপজেলার সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন-বাংলাদেশ জামায়াতে ইসলামী সাধারণ মানুষের পাশে আছে এবং থাকবে।
হিজলা উপজেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের উপজেলা শাখার আমীর অধ্যাপক নুরুল আমিনের সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. আযাদ আলাউদ্দিন, হিজলা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো. গুলজার, বড়জালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহানশাহ সামু চৌধুরী প্রমুখ।
মতবিনিময় সভায় হিজলা উপজেলার সাংবাদিকবৃন্দসহ উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

ডেস্ক রিপোর্ট 






















