ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

চর ফাতেমায় সংরক্ষিত বনে দখলচেষ্টা দুই দখলদার আটক,ট্রাক্টর জব্দ, মামলা দায়ের

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৫:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৯ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় বন বিভাগের সংরক্ষিত প্রাকৃতিক বনভূমি দখলের চেষ্টাকালে দুই দখলদারকে আটক করেছে বন বিভাগ। এসময় জব্দ করা হয়েছে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগ, দশমিনা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চর ফাতেমা এলাকায় একদল দখলদার কয়েকদিন ধরে সরকারি সংরক্ষিত প্রাকৃতিক বনভূমি দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। তারা নতুন বাগানের ছৈলা ও কেওড়া গাছের চারা কেটে ফেলে ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে।


বুধবার বিকেলে বিষয়টি জানতে পেরে দশমিনা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে চর হায়দর ও চর হাদী বীট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দখলদাররা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দশমিনার বাঁশবাড়ীয়া গ্রামের কাঞ্চন গাজীর ছেলে মো. নিজাম গাজী (৩৮) ও রাঙ্গাবালীর কাচিয়াবুনিয়া গ্রামের শাকিল আহমেদের ছেলে তারিকুল ইসলাম (৩৫)।
দশমিনা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “চর ফাতেমার সংরক্ষিত বনভূমি রক্ষায় আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় চর হায়দার ক্যাম্প কর্মকর্তা মো. রওশান হায়দার বাদী হয়ে ১৯২৭ সালের বন আইনের (যা ২০০০ সালে সংশোধিত) ২৬(এ) উপধারা (৫) এর অধীনে চারজনের নাম উল্লেখ করে দশমিনা আদালতে একটি মামলা দায়ের করেছে।
#
শংকর লাল দাস
পটুয়াখালী প্রতিনিধি

চর ফাতেমায় সংরক্ষিত বনে দখলচেষ্টা দুই দখলদার আটক,ট্রাক্টর জব্দ, মামলা দায়ের

প্রকাশিত : ০৫:৩১:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনায় বন বিভাগের সংরক্ষিত প্রাকৃতিক বনভূমি দখলের চেষ্টাকালে দুই দখলদারকে আটক করেছে বন বিভাগ। এসময় জব্দ করা হয়েছে চাষাবাদের কাজে ব্যবহৃত একটি ট্রাক্টর। এ ঘটনায় বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
বন বিভাগ, দশমিনা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের চর ফাতেমা এলাকায় একদল দখলদার কয়েকদিন ধরে সরকারি সংরক্ষিত প্রাকৃতিক বনভূমি দখলের উদ্দেশ্যে প্রবেশ করে। তারা নতুন বাগানের ছৈলা ও কেওড়া গাছের চারা কেটে ফেলে ট্রাক্টর দিয়ে চাষাবাদ শুরু করে।


বুধবার বিকেলে বিষয়টি জানতে পেরে দশমিনা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে চর হায়দর ও চর হাদী বীট কর্মকর্তাসহ বন বিভাগের একটি দল সেখানে অভিযান চালায়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে দখলদাররা পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টর জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—দশমিনার বাঁশবাড়ীয়া গ্রামের কাঞ্চন গাজীর ছেলে মো. নিজাম গাজী (৩৮) ও রাঙ্গাবালীর কাচিয়াবুনিয়া গ্রামের শাকিল আহমেদের ছেলে তারিকুল ইসলাম (৩৫)।
দশমিনা রেঞ্জ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বলেন, “চর ফাতেমার সংরক্ষিত বনভূমি রক্ষায় আমরা নিয়মিত নজরদারি চালাচ্ছি। দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় চর হায়দার ক্যাম্প কর্মকর্তা মো. রওশান হায়দার বাদী হয়ে ১৯২৭ সালের বন আইনের (যা ২০০০ সালে সংশোধিত) ২৬(এ) উপধারা (৫) এর অধীনে চারজনের নাম উল্লেখ করে দশমিনা আদালতে একটি মামলা দায়ের করেছে।
#
শংকর লাল দাস
পটুয়াখালী প্রতিনিধি