জাতীয় ছাত্রশক্তির রংপুর মহানগর কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী ইমতিয়াজ আহম্মদ ইমতিকে আহ্বায়ক এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাজিম উল হককে সদস্য সচিব করে কমিটি গঠন করেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার (৭ নভেম্বর) সংগঠনের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রংপুর মহানগর শাখা কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।

কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন কারমাইকেল কলেজের শিক্ষার্থী আদনান সামির। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহাম্মদ জামিল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আরসিসিআইয়ের শিক্ষার্থী আয়ান আহসান সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন। সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয় দপ্তর, প্রচার সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়াও সদস্য পদে রয়েছেন আইইউবির ফয়সাল রহমান ও শাহরিয়ার নওশিন, আরপিআইয়ের আব্দুর রাকিব, রংপুর সরকারি কলেজের সুমন হাসান বিজয় ও মিজানুর রহমান মুন্না।
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের একটি অংশের উদ্যোগে গত ফেব্রুয়ারিতে গঠিত হয়েছিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস)। আত্মপ্রকাশের আট মাস পর গত ২৩ অক্টোবর বাগছাস বিলুপ্ত হয়। বাগছাস পুনর্গঠন ও ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের লক্ষ্যে অনুষ্ঠিত জাতীয় সমন্বয় সভায় নতুনভাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আদর্শিক সহযোগী ছাত্র সংগঠন হিসেবে জাতীয় ছাত্রশক্তি যাত্রা শুরু করে।

ডেস্ক রিপোর্ট 























