কুইন্টন ডি কক ব্যাট হাতে আরেকবার আলো ছড়ালেন। কিন্তু পাকিস্তানের তিন স্পিনার তাকে ছাপিয়ে গেলেন। বিশেষ করে আবরার আহমেদের ঘূর্ণি জাদুতে দক্ষিণ আফ্রিকা সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দাঁড়াতে পারেনি।
৩৮তম ওভারে ১৪৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। অথচ ওপেনিং জুটিতে ৭২ রান তুলেছিল তারা। আবরারের সঙ্গে সালমান আগা ও মোহাম্মদ নওয়াজের স্পিনে ৩৭ রানে শেষ ৮ উইকেট হারিয়ে ধস দেখে সফরকারীরা। ফয়সালাবাদের নিচু উইকেটে ১৪৩ রানে দক্ষিণ আফ্রিকাকে অলআউট করে ১৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে পাকিস্তান। সিরিজ ট্রফি তারা হাতে নিয়েছে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে।
লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও ডি ককের ওপেনিং জুটি ছিল দৃঢ়। ১৫তম ওভারে তাদের বিচ্ছিন্ন করেন সালমান। ৩৯ রান করেন প্রিটোরিয়াস। দলীয় ১০৬ রানে ডি কক ইনিংস সর্বোচ্চ ৫৩ রানে নওয়াজের শিকার হন। আর কেউ দাঁড়াতে পারেননি। এরপর সর্বোচ্চ ১৬ রান আসে ম্যাথু ব্রিজকে ও একাবায়োমজি পিটারের ব্যাটে।

আবরার ১০ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট নেন। দুটি করে পান নওয়াজ, সালমান ও শাহীন শাহ আফ্রিদি।
পাকিস্তানের শুরুটা হয়েছে হোঁচট খেয়ে। ইনিংসের দ্বিতীয় বলে ফখর জামান ডাক মারেন নান্দ্রে বার্গারের বলে বোল্ড হয়ে। এরপর সাইম আইয়ুবের সাবলীল ব্যাটিংয়ে জয় পেতে সমস্যা হয়নি পাকিস্তানের।
লক্ষ্য থেকে ১৪ রান দূরে থাকতে সাইম আউট হন ইনিংস সেরা ৭৭ রান করে। তার ৭০ বলের ইনিংসে ছিল ১১ চার ও ১ ছয়। বাবর আজম করেন ২৭ রান। ৩২ রানে অপরাজিত থাকা মোহাম্মদ রিজওয়ান সালমানকে (৫*) নিয়ে দলকে জয়ের বন্দরে নেন।
২৬তম ওভারের প্রথম বলে ৩ উইকেটে ১৪৪ রান করে পাকিস্তান।

ডেস্ক রিপোর্ট 






















