ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রামের তিনপুলের মাথায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ভোরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) নগরীর তিনপুলের মাথা এলাকায় এ মিছিল করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিল শুরু হয়ে জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেন।

এ ঘটনার ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে, তাদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।

লাখো মুসল্লির পদচারণায় মুখর চরমোনাই ঐতিহাসিক ময়দান

চট্টগ্রামের তিনপুলের মাথায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ

প্রকাশিত : ০৬:৫৬:১৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ভোরে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (২৬ নভেম্বর) নগরীর তিনপুলের মাথা এলাকায় এ মিছিল করেন তারা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গোলাম রসুল মার্কেটের সামনে তিনপুলের মাথা থেকে মিছিল শুরু হয়ে জুবিলি রোডের দিকে এগিয়ে যায়। মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরাই নেতৃত্ব দেন।

এ ঘটনার ১ মিনিট ২২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মিছিল থেকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম জানান, সকালে তিনপুল রাস্তার মাথায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল বের হওয়ার খবর পেয়েছি। কারা মিছিল করেছে, তাদের ধরতে অভিযান চলছে। গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।