শেরপুর প্রতিনিধি:
শেরপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজবাড়ী জেলার পুলিশ সুপার মো. কামরুল ইসলাম। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়।

অন্যদিকে আরেক প্রজ্ঞাপনে শেরপুরের বর্তমান পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) এর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
জানা গেছে, পুলিশ সুপার কামরুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ২৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার হিসেবে দ্রুতই যোগদান করবেন বলে জানা গেছে। তার বাড়ি সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায়।

ডেস্ক রিপোর্ট 






















