রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) র্যাগিংয়ের ঘটনায় ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে শৃঙ্খলা কমিটির এই সিদ্ধান্ত জানান বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।

উপাচার্য বলেন, র্যাগিং এবং যৌন নিপীড়নের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। আমরা ২৪ ঘণ্টার নোটিশে একটি তদন্ত কমিটি গঠন করি এবং তাদের রিপোর্ট অনুযায়ী শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলা বিভাগের ১৬তম ব্যাচের ১২ জন শিক্ষার্থী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে র্যাগিংয়ে জড়িত থাকায় আব্দুল্লাহ আল মামুন ও রাফি আহমেদকে দুই শিক্ষাবর্ষ এবং আজিজুল হাকিমকে এক শিক্ষাবর্ষের জন্য বহিষ্কার করা হয়েছে। বাকি ৯ শিক্ষার্থী- মনিরুজ্জামান, গোলাম মোর্শেদ তামি, মেঘনাথ রায়, মাসুদ রানা, সাইদুর রহমান শাকিল, সুজন মিয়া, আকরাম আলি, ফাহিম ইসলাম ও ফরাদ হোসেনকে সতর্কীকরণ নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের অভিভাবকদের অবহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত রোববার (২৩ নভেম্বর) রাতে বিজয় ২৪ ছাত্র হলের ছাদে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২৩-২৪ সেশনের (১৬ ব্যাচ) শিক্ষার্থীরা একই বিভাগের ২৪-২৫ সেশনের (১৭ ব্যাচ) শিক্ষার্থীদের ডেকে নেয় এবং এক পর্যায়ে ১৬তম ব্যাচের শিক্ষার্থী মামুন, ১৭তম ব্যাচের শিক্ষার্থী দীন ইসলামকে মারধর করে। এতে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। পরে হলের শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।

ডেস্ক রিপোর্ট 






















