১ ডিসেম্বর থেকে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু তিন দফা দাবিতে সহকারী শিক্ষকদের লাগাতার কর্মবিরতি বার্ষিক পরীক্ষাকে অনিশ্চয়তায় ফেলেছে। এ পরিস্থিতিতে শিক্ষার্থীদের ক্ষতি হওয়ার আশঙ্কা দেখিয়ে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৩০ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় শিক্ষকদের অবিলম্বে কর্মবিরতি থেকে সরে আসার অনুরোধ জানায়।
মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। এ সময়ে কর্মবিরতি শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলবে। তাই কোমলমতি শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় সহকারী শিক্ষকদের কর্মসূচি পরিহারের আহ্বান জানাচ্ছে মন্ত্রণালয়।

গত ২৭ নভেম্বর থেকে তিন দফা দাবি আদায়ে লাগাতার কর্মবিরতি পালন করছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের নেতাকর্মীরা। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ ডিসেম্বর সম্ভাব্য কর্মবিরতির বিষয়ে বিভিন্ন শিক্ষক সংগঠন মন্ত্রণালয়কে আগেই অবহিত করেছে।
সহকারী শিক্ষকদের তিন দফা দাবি হলো– বেতন স্কেলে দশম গ্রেডে উন্নীতকরণ, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি। সরকার দশম গ্রেডে উন্নীতকরণে অনীহা জানালেও আপাতত ১১তম গ্রেড দেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। শিক্ষকরা অন্তত এ প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন চান।

ডেস্ক রিপোর্ট 





















