ঢাকা ওয়াসার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সেবা দোড়গোড়ায় পৌঁছানোর জন্য প্রকল্প, মেরামত, রক্ষণাবেক্ষণ উন্নয়ন কাজে মনিটরিং করার জন্য ৩টি টাস্কফোর্স টিম কাজ করছে সংস্থাটির।
সোমবার (১ ডিসেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে সংস্থাটির উপসচিব নূরুজ্জামান মিয়জী একটি অফিস আদেশ জারি করে ৩টি টাস্কফোর্সে প্রতিটিতে ৯ জন সদস্যের অনুমোদন দিয়েছেন।
ঢাকা ওয়াসা সূত্রে জানা গেছে, এই টাস্কফোর্স প্রতিটি জোন, বিভাগ, প্ল্যান্টে প্রণয়ন করা কাজের প্রাক্কলন যাচাই-বাছাই করছে। পাশাপাশি চলমান কাজগুলো স্পেসিফিকেশন অনুযায়ী হচ্ছে কি তা খতিয়ে দেখতে কাজ করছে, সেইসঙ্গে কাজের বিল যাচাই বাছাই করছে।

তিনটি টাস্কফোর্সের প্রথম টিমের আহ্বায়ক হলেন ঢাকা ওয়াসার ব্যাণিজ্যিক ব্যবস্থাপক এস এম মোস্তফা এবং সদস্য সচিব হলেন সায়েদাবাদ পানি শোধনাগারের নির্বাহী প্রকৌশলী মো. নূরজ্জামান। এছাড়া অন্যান্য সদস্যরা রয়েছেন।
দ্বিতীয় টিমের আহ্বায়ক হলেন ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ এবং সদস্য সচিব পানি ও হাইড্রোলজি বিভাগের নির্বাহী প্রকৌশলী এস এম তৌফিকুর রহমান। এছাড়া এখানে অন্যান্য সদস্য রয়েছে।
তৃতীয় টিমের আহ্বায়ক হলেন ঢাকা ওয়াসার মডস সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলম এবং সদস্য সচিব পিঅ্যান্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমা খাতুন। এছাড়া এখানে অন্যান্য সদস্যরা রয়েছেন।

ডেস্ক রিপোর্ট 




















