ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

কোটচাঁদপুর থানায় কর্মরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে পুলিশ সদস্য। ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য। তিনি কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।২ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে ডিউটিতে যাওয়ার পথে বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিউটির পথে থমকে গেল জীবন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমান আনিস প্রতিদিনের মতো এদিন সকালেও মহেশপুর শহর থেকে ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। বীর মুক্তিযোদ্ধার এই ছেলে পরিবার পরিজন নিয়ে মহেশপুরেই বসবাস করতেন।
পথে তালমিল এলাকায় পৌঁছাতেই নির্লিপ্ত এক ঘাতক ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করার সুযোগ মেলেনি, ঘটনাস্থলেই তার নিথর দেহ পড়ে থাকে।মুক্তিযোদ্ধার সন্তান, শোকস্তব্ধ এলাকা
নিহত আনিসুর রহমান আনিস চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। একজন দায়িত্বশীল ও সজ্জন পুলিশ সদস্য হিসেবে তিনি পরিচিত ছিলেন। এই অকালমৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শোকের আবহ তৈরি হয়।
কোটচাদপুর থানা ওসি কবির হোসেন মাতুব্বর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটল, আমরা তা নিবিড়ভাবে যাচাই করছি। ঘটনার পর থেকেই ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোরালো অভিযান শুরু হয়েছে। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ঘাতক চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার সাধারণ মানুষ।
জনপ্রিয় সংবাদ

নির্বাচনী প্রচারণায় সালাহউদ্দিন

কোটচাঁদপুর থানায় কর্মরত পুলিশ সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত

প্রকাশিত : ১০:৩৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে পুলিশ সদস্য। ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন আনিসুর রহমান আনিস (৪৫) নামে এক পুলিশ সদস্য। তিনি কোটচাঁদপুর থানায় ওয়ারলেস অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।২ই ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টার দিকে ডিউটিতে যাওয়ার পথে বলুহর বাসস্ট্যান্ড সংলগ্ন তালমিল এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে সহকর্মী ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ডিউটির পথে থমকে গেল জীবন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আনিসুর রহমান আনিস প্রতিদিনের মতো এদিন সকালেও মহেশপুর শহর থেকে ভাড়া বাসা থেকে কোটচাঁদপুর থানায় ডিউটিতে যাচ্ছিলেন। বীর মুক্তিযোদ্ধার এই ছেলে পরিবার পরিজন নিয়ে মহেশপুরেই বসবাস করতেন।
পথে তালমিল এলাকায় পৌঁছাতেই নির্লিপ্ত এক ঘাতক ট্রাক পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। কিছু বুঝে ওঠার আগেই তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায় ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করার সুযোগ মেলেনি, ঘটনাস্থলেই তার নিথর দেহ পড়ে থাকে।মুক্তিযোদ্ধার সন্তান, শোকস্তব্ধ এলাকা
নিহত আনিসুর রহমান আনিস চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার রামনগর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিন বিশ্বাসের ছেলে। একজন দায়িত্বশীল ও সজ্জন পুলিশ সদস্য হিসেবে তিনি পরিচিত ছিলেন। এই অকালমৃত্যুর খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে শোকের আবহ তৈরি হয়।
কোটচাদপুর থানা ওসি কবির হোসেন মাতুব্বর দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি কীভাবে ঘটল, আমরা তা নিবিড়ভাবে যাচাই করছি। ঘটনার পর থেকেই ঘাতক ট্রাক ও তার চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জোরালো অভিযান শুরু হয়েছে। আমরা পরিবারটির প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও ঘাতক চালককে দ্রুত গ্রেফতারের দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার সাধারণ মানুষ।