ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে রবি মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ৩ই ডিসেম্বর বুধবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনির সভাপতিত্বে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ উপকরণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ।
উপকরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, বিআরডিবি কর্মকর্তা খাইরুল হক, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আক্তারুজ্জামান মিয়াসহ অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা কৃষি অফিস জানায়, প্রণোদনা কর্মসূচির আওতায় উফসী ও হাইব্রিড ধানের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন এলাকার ১ হাজার ৪২০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উন্নত জাতের ধানের বীজ ও ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে। এছাড়া আরও ১২০ জন কৃষকের মাঝে উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

ডেস্ক রিপোর্ট 






















