ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। সভায় জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তৃত আলোচনা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরের সাম্প্রতিক জরিপ অনুযায়ী সারাদেশে ৩৬ লাখ প্রতিবন্ধী মানুষ রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৪৩ হাজার ৫০০ জন প্রতিবন্ধী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে ১২ ধরনের প্রতিবন্ধিতা চিহ্নিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহকারী কমিশনার এস.এম. আব্দুর রউফ শিবলু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন

প্রকাশিত : ০৮:২২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

চুয়াডাঙ্গা প্রতিনিধি

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস। দিবসটি উপলক্ষে বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী। সভায় জেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরে বিস্তৃত আলোচনা হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। তিনি জানান, সমাজসেবা অধিদপ্তরের সাম্প্রতিক জরিপ অনুযায়ী সারাদেশে ৩৬ লাখ প্রতিবন্ধী মানুষ রয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলায় ৪৩ হাজার ৫০০ জন প্রতিবন্ধী শনাক্ত হয়েছে। বর্তমানে দেশে ১২ ধরনের প্রতিবন্ধিতা চিহ্নিত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তৃতা দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। তিনি বলেন, সমাজের মূলধারায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করতে হলে পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তাদের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, সহকারী কমিশনার এস.এম. আব্দুর রউফ শিবলু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।