ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

নারায়ণগঞ্জে কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে
(নারায়নগঞ্জ)প্রতিনিধি :
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা নদীর পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সিটি কর্পোরেশন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করেন।
সেতু নির্মাণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শাহীনুর আলম ও মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।
কদম-রসুল সেতু নির্মাণ প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে বন্দরের সাথে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা অনুমোদিত হয় এবং ২০১৮ সালের একনেকে ৫৯০ কোটি ৭৫ লাখ টাকায় ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতুর প্রকল্প অনুমোদিত হয়। বিভিন্ন কারণে নির্মাণ কাজ দীর্ঘায়িত হলেও ২০২৩ সালে একনেকে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামান বলেন, “দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।সেতু নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করেছি।আশা করছি যথা সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে।

নারায়ণগঞ্জে কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন

প্রকাশিত : ০৪:১৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
(নারায়নগঞ্জ)প্রতিনিধি :
নারায়ণগঞ্জবাসীর দীর্ঘ প্রতীক্ষিত কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেল ৪টায় শীতলক্ষ্যা নদীর পাড়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং সিটি কর্পোরেশন প্রশাসক আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ কদম-রসুল সেতুর টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করেন।
সেতু নির্মাণ কাজ বাস্তবায়নকারী প্রতিষ্ঠান এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন, এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শাহীনুর আলম ও মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।
কদম-রসুল সেতু নির্মাণ প্রকল্পের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে বন্দরের সাথে সংযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০১৭ সালে স্থানীয় সরকার বিভাগে প্রকল্প যাচাই কমিটির সভায় সেতুর পরিকল্পনা অনুমোদিত হয় এবং ২০১৮ সালের একনেকে ৫৯০ কোটি ৭৫ লাখ টাকায় ১ হাজার ৩৮৫ মিটার দীর্ঘ সেতুর প্রকল্প অনুমোদিত হয়। বিভিন্ন কারণে নির্মাণ কাজ দীর্ঘায়িত হলেও ২০২৩ সালে একনেকে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
নারায়ণগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. আহসানুরজ্জামান বলেন, “দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে।সেতু নির্মাণ কার্যক্রমের অংশ হিসেবে আমরা টেস্ট পাইলিং কাজের উদ্বোধন করেছি।আশা করছি যথা সময়ের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে।