ঢাকা ০২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

ঢাকায় আজ সকালেই তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, সঙ্গে রয়েছে ৮৯ শতাংশ আর্দ্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৫ ডিসেম্বর) দিনভর রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে শুষ্ক।পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আর দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। একইসাথে সারা দেশের দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় সকালের তাপমাত্রা ১৮ ডিগ্রি

প্রকাশিত : ১২:১৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫

ঢাকায় আজ সকালেই তাপমাত্রা নেমে এসেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে, সঙ্গে রয়েছে ৮৯ শতাংশ আর্দ্রতা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার (৫ ডিসেম্বর) দিনভর রাজধানী ও আশপাশের এলাকায় আকাশ পরিষ্কার থাকবে এবং আবহাওয়া থাকবে শুষ্ক।পূর্বাভাস অনুযায়ী, দিনের প্রথমার্ধে উত্তর ও উত্তর–পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। আর দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর্দ্রতা ৮৯ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৮ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

অন্যদিকে, গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারাদেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্কই থাকতে পারে। একইসাথে সারা দেশের দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।