নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ এর মাদক বিরোধী পৃথক দুটি অভিযানে ২২০ পিচ ইয়াবা সহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশ । জেলা গোয়েন্দা পুলিশ জানান গোপন তথ্যের ভিত্তিতে প্রথম অভিযানে ০৫/১২/২০২৫ তারিখে ১৯.০০ ঘটিকায় নওগাঁ সদর থানাধীন মংগল পুর এলাকা ২০০ পিচ ইয়াবা সহ মাদক কারবারি মো: শয়ন (৩১) পিতা নজরুল সাং পাড় বোয়ালিয়া থানা জেলা নওগাঁ কে গ্রেফতার করা হয় ।

পরে অপর দিকে একটা অভিযানে রাত ১০.৩০ ঘটিকায় ২০ পিচ ইয়াবা সহ শান্তনা (৩৫) পিতা তফসের সাং মরলো থানা ধামুর হাট জেলা নওগাঁ ২ সুইট (৩০) পিতা আব্বাস সাং সরমইর থানা মহাদেবপুর জেলা নওগাঁ দের গ্রেফতার করা হয় । এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে । এই অভিযানে তিনি জনগণের সহযোগিতা এবং তথ্য সহযোগিতা কামনা করেন।

ডেস্ক রিপোর্ট 























