ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্ঠে ২ বন্ধু নিহত

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্টে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন—নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। তিন পেশায় মাছ বিক্রেতা। অপরজনের নাম রাকিব মিয়া (২৬)। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসআই) মো. নজরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যাক্ত টিন শেডের পেছনে অকেজো ল্যাম্পপোস্টে ওঠে রাকিব। এ সময় রাকিব ল্যাম্পপোস্টের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঝলসে যায়। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যান। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান এবং গুরুতর আহত হন হৃদয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মো. নজরুল ইসলাম।

 

জনপ্রিয় সংবাদ

গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’-তে সিল দিন : প্রধান উপদেষ্টা

ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্ঠে ২ বন্ধু নিহত

প্রকাশিত : ০২:১৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ নগরীতে ল্যাম্পপোস্টে বিদ্যুৎপৃষ্ঠে হয়ে দুই বন্ধু নিহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন—নগরীর মাদ্রাসা কোয়াটার এলাকার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২৭)। তিন পেশায় মাছ বিক্রেতা। অপরজনের নাম রাকিব মিয়া (২৬)। তবে বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের (এসআই) মো. নজরুল ইসলাম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নগরীর জিলাস্কুল হোস্টেল মাঠের পরিত্যাক্ত টিন শেডের পেছনে অকেজো ল্যাম্পপোস্টে ওঠে রাকিব। এ সময় রাকিব ল্যাম্পপোস্টের পাশে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে লেগে ঝলসে যায়। বিষয়টি হৃদয় দেখতে পেয়ে তাকে বাঁচাতে যান। এতে ঘটনাস্থলেই রাকিব মারা যান এবং গুরুতর আহত হন হৃদয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দুইজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই মো. নজরুল ইসলাম।