ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জে তারেক রহমানের আগমনে উৎসবের আমেজ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৭:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৫ বার দেখা হয়েছে
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে আজ রোববার রাত সাড়ে ১১ টায় বিএনপির মহাসমাবেশ। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ সজ্জার কাজ শেষ করা হয়েছে। অন্যান্য কাজও প্রায় শেষের পথে। মঞ্চের সামনে বসানো হয়েছে চেয়ার। টাঙানো হয়েছে শামিয়ানা।
এর আগে শনিবার মাঠ পরিদর্শন করেছেন মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএনপির শীর্ষ নেতারা মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। যাতে মহাসমাবেশে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ -সোনারগাঁ) আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের বলেন,নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এদিকে, সমাবেশ উপলক্ষ্যে জেলা জুড়ে সাজ সাজ রব দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ ও আশপাশের এলাকা।শনিবার দিনভর চলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাইকিং। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ -সোনারগাঁ) আসনের বিএনপি প্রার্থী আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই জনসভা নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ঘটবে।
বিএনপির এই নেতা আরো জানান, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে কর্মসূচি সফল করবে। সংবর্ধনা ও জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ জানান,তারেক রহমানের এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামকে রাষ্ট্রীয়ভাবে বাণিজ্যিক রাজধানী ঘোষণার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

নারায়ণগঞ্জে তারেক রহমানের আগমনে উৎসবের আমেজ

প্রকাশিত : ০৭:১৫:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে আজ রোববার রাত সাড়ে ১১ টায় বিএনপির মহাসমাবেশ। ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে মঞ্চ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন ঘিরে উৎসবের আমেজ দেখা গেছে পুরো নারায়ণগঞ্জ জেলা জুড়ে।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে সরেজমিনে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, মঞ্চ সজ্জার কাজ শেষ করা হয়েছে। অন্যান্য কাজও প্রায় শেষের পথে। মঞ্চের সামনে বসানো হয়েছে চেয়ার। টাঙানো হয়েছে শামিয়ানা।
এর আগে শনিবার মাঠ পরিদর্শন করেছেন মহানগর ও জেলা বিএনপির শীর্ষ নেতারা। এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিএনপির শীর্ষ নেতারা মাঠের সার্বিক অবস্থা, মঞ্চ স্থাপন, প্রবেশ ও বহির্গমন পথ, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন।তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। যাতে মহাসমাবেশে আগত বিপুলসংখ্যক নেতাকর্মী ও জনসাধারণ নির্বিঘ্নে অংশগ্রহণ করতে পারেন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ -সোনারগাঁ) আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান সাংবাদিকদের বলেন,নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক নগরী। এই মহাসমাবেশকে ঘিরে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও জনদুর্ভোগ এড়ানোর বিষয়গুলো সর্বাধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। তিনি মহাসমাবেশ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
এদিকে, সমাবেশ উপলক্ষ্যে জেলা জুড়ে সাজ সাজ রব দেখা গেছে। ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে সমাবেশ ও আশপাশের এলাকা।শনিবার দিনভর চলে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মাইকিং। দীর্ঘ ২০ বছর পর তারেক রহমানের আগমনে দলের নেতাকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।
বিএনপির কেন্দ্রীয় নেতা ও নারায়ণগঞ্জ -৩ (সিদ্ধিরগঞ্জ -সোনারগাঁ) আসনের বিএনপি প্রার্থী আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই জনসভা নারায়ণগঞ্জে বিএনপির নির্বাচনী প্রচারণায় নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ঘটবে।
বিএনপির এই নেতা আরো জানান, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর আগমন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপি সর্বোচ্চ শক্তি ও সাংগঠনিক সক্ষমতা দিয়ে কর্মসূচি সফল করবে। সংবর্ধনা ও জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মামুন মাহমুদ জানান,তারেক রহমানের এই সফর দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।