ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবির সাংবাদিক সম্মেলন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১১:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্তরক্ষী বাহিনীটি। আজ রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান তিনি বলেন, সংসদ নির্বাচনে পালনের জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ  জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে তারা।
বিজিবি অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে চাঁপাইনবাগঞ্জ-১ আসন তথা শিবগঞ্জ উপজেলায় মোতায়েন করা হবে ৩ প্লাটুন বিজিবি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) ৮ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তথা সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।
জনপ্রিয় সংবাদ

ঢাকায় প্রথমবারের মতো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে নিরাপত্তা দায়িত্ব পালনে ৫৩ বিজিবির সাংবাদিক সম্মেলন

প্রকাশিত : ১১:৪৫:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে সীমান্তরক্ষী বাহিনীটি। আজ রোববার (২৫ জানুয়ারি ২০২৬) বিকাল সাড়ে ৩ টার সময় চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান তিনি বলেন, সংসদ নির্বাচনে পালনের জন্য প্রস্তুত রয়েছে বিজিবি সদস্যরা। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা রক্ষা, শান্তিপূর্ণ পরিবেশ  জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করবে তারা।
বিজিবি অধিনায়ক বলেন, চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনে মোট ১৫ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবে। এরমধ্যে চাঁপাইনবাগঞ্জ-১ আসন তথা শিবগঞ্জ উপজেলায় মোতায়েন করা হবে ৩ প্লাটুন বিজিবি। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে (নাচোল-গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলা) ৮ প্লাটুন ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে তথা সদর উপজেলায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। চাঁপাইনবাবগঞ্জে বিজিবির ৫৩ ও ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা নির্বাচনী দায়িত্ব পালন করবেন।
দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি সংবিধান ও আইনের আলোকে তার দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।