ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

শহীদ জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- সারওয়ার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৮৬ বার দেখা হয়েছে

বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশালের উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি অ্যাড. মজিবুর রহমান সারওয়ার বলেন- রাজনীতি ছাড়া যেমন দেশে অর্থনৈতিক অবস্থা ভালো হয় না, তেমনি অর্থনীতি ছাড়াও রাজনীতি হয় না। তাই রাজনীতিকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। গণতন্ত্রের সঠিক চর্চা অব্যাহত রাখতে হবে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছিলেন। তার সময় বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল এবং আগামীতেও তার দেখানো পথে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বিএনপি। তিনি আরো বলেন, ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলাম। তাই ছাত্র আন্দোলনের অবদানের কথা স্মরণ রেখে অবশ্যই স্বাধীনতার কথাও আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বরিশালের উন্নয়নের জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড, নজরুল ইসলাম খান রাজন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুূদ্দিন আহমেদ সান্টু, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান রাজন বলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির নির্ধারিত স্থান পাওয়ার পর তৎকালীন সাবেক মেয়র ও এমপি অ্যাডভোকেট মজিবুর রহমান সারওয়ার এর অবদানের কথা স্মরণে আসে।পদ্মা সেতু করার ব্যাপারে সর্বপ্রথম মজিবুর রহমান সারওয়ারের নেতৃত্বে তৎকালীন সময়ে বরিশালের সকল পেশাজীবী বুদ্ধিজীবী কবি সাহিত্যিক এবং সাংবাদিকদের নিয়ে বরিশাল বিভাগ উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মাণ কাজ পরবর্তী সময়ে সম্পন্ন হয়েছে। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার এটা শুধু নিজেদের উন্নয়ন বলে মিথ্যাচার করেছে। এটা বরিশালের সকল মানুষের অবদানের ফল। তিনি ২৪ শের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আবু সাঈদ মুগ্ধসহ যে সকল ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তিনি আন্দোলনের রাজনৈতিক দলেরও অবদান আছে তা ভুলে গেলে চলবে না বলেও জানান।

এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন শুধু ছাত্রদের একক অবদান নয়। এখানে ছাত্রদল ছাত্র শিবির সহ আরো অনেক দলের অবদান রয়েছে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি এখান থেকে আমাদের মুক্তির জন্য শুধু ছাত্ররা নয় সকলের অবদানে তা সম্ভব হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার আল্লাহর রহমত ছিল বলেই এটা সম্ভব হয়েছে। তিনি স্বৈরাচারী হাসিনার সমালোচনা করে বলেন এত বড় জুলুম এবং অন্যায় করার পরও তার মধ্যে কোন অনুশোচনা নেই। এখনো তিনি বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে দেশে নৈরাজ্য অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছিলেন। যার প্রতিফলও তিনি পেয়েছেন। আগামীতে বিএনপির ক্ষমতায় আসলে বরিশালের উন্নয়নের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, যোগাযোগ ব্যবস্থা যাতে ভবিষ্যতে আর উন্নত হলে হিজলা মুলাদী এবং বরিশালের সংযোগের জন্য মীরগঞ্জ খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত বলে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান। আবার কোন কারণে বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেদের হাতে যেন আইন তুলে না নেয়, দেশে সেই রকমের আর কোন কার্যকলাপ না ঘটে বিষয়টিতে সকলের দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।

কাজী মিরাজ মাহমুদ বলেন, গত সরকারের শাসনামলে সাংবাদিকদের কথা বলা সহ লেখার অধিকার ছিল না। বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেই দিকে দৃষ্টি রাখবে বলে মনে করেন তিনি। পেশাগত সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়।

বিআরইউ সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ সাইফুল্লাহ বলেন, আপনারা কি সিংহের গর্জন শুনেছেন? আমি শুনেছি আর আমার পাশে বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন ভাইও শুনেছেন। ২০০১ সালের পহেলা অক্টোবর একটি নির্বাচনে চরমোনাইয়ের একটি ভোটকেন্দ্রে এক ঘন্টা আমরা অবরুদ্ধ ছিলাম। সেখানে সিংহের গর্জনের মত সাহসী ভূমিকা রেখেছিলেন বরিশালের জনপ্রিয় ব্যক্তি অ্যাডভোকেট মজিবুর রহমান সারওয়ার। কিন্তু বর্তমানে বরিশালে বিএনপির যে রাজনৈতিক অবস্থা চলছে তা খুবই হতাশজনক। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার তার গুন্ডাবাহিনী কর্তৃক শিক্ষা বোর্ড চেয়ারম্যান কে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত জিয়াউদ্দিন শিকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি দাবি জানাচ্ছি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন বরিশালে কর্মরত জাতীয় ও স্থানীয় পিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী।

অ্যাওয়ার্ড নাইট’ চালু করতে যাচ্ছে বিসিবি ১৯ বছর পর

শহীদ জিয়াউর রহমানের পথ দেখানো উন্নয়নের ধারা দেশে অব্যাহত থাকবে- সারওয়ার

প্রকাশিত : ১০:১৪:২২ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫

বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বরিশালের উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৮ টায় সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র ও এমপি অ্যাড. মজিবুর রহমান সারওয়ার বলেন- রাজনীতি ছাড়া যেমন দেশে অর্থনৈতিক অবস্থা ভালো হয় না, তেমনি অর্থনীতি ছাড়াও রাজনীতি হয় না। তাই রাজনীতিকে সর্বোচ্চ মূল্যায়ন করতে হবে। গণতন্ত্রের সঠিক চর্চা অব্যাহত রাখতে হবে। মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছিলেন। তার সময় বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হয়েছিল এবং আগামীতেও তার দেখানো পথে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বিএনপি। তিনি আরো বলেন, ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করে এ দেশ স্বাধীন করেছিলাম। তাই ছাত্র আন্দোলনের অবদানের কথা স্মরণ রেখে অবশ্যই স্বাধীনতার কথাও আমাদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় আসলে বরিশালের উন্নয়নের জন্য সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক কেন্দ্রীয় বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড, নজরুল ইসলাম খান রাজন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বরিশাল জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, উজিরপুর উপজেলা বিএনপির আহবায়ক এস সরফুূদ্দিন আহমেদ সান্টু, বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু, দৈনিক আজকের পরিবর্তন পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাজী মিরাজ মাহমুদ।

বিশেষ অতিথির বক্তব্যে নজরুল ইসলাম খান রাজন বলেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির নির্ধারিত স্থান পাওয়ার পর তৎকালীন সাবেক মেয়র ও এমপি অ্যাডভোকেট মজিবুর রহমান সারওয়ার এর অবদানের কথা স্মরণে আসে।পদ্মা সেতু করার ব্যাপারে সর্বপ্রথম মজিবুর রহমান সারওয়ারের নেতৃত্বে তৎকালীন সময়ে বরিশালের সকল পেশাজীবী বুদ্ধিজীবী কবি সাহিত্যিক এবং সাংবাদিকদের নিয়ে বরিশাল বিভাগ উন্নয়ন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় পদ্মা সেতু নির্মাণ কাজ পরবর্তী সময়ে সম্পন্ন হয়েছে। কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার এটা শুধু নিজেদের উন্নয়ন বলে মিথ্যাচার করেছে। এটা বরিশালের সকল মানুষের অবদানের ফল। তিনি ২৪ শের আগস্টে ছাত্র জনতার আন্দোলনে আবু সাঈদ মুগ্ধসহ যে সকল ছাত্র-জনতা স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সাথে তিনি আন্দোলনের রাজনৈতিক দলেরও অবদান আছে তা ভুলে গেলে চলবে না বলেও জানান।

এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, স্বৈরাচারী হাসিনা পতনের আন্দোলন শুধু ছাত্রদের একক অবদান নয়। এখানে ছাত্রদল ছাত্র শিবির সহ আরো অনেক দলের অবদান রয়েছে। গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি এখান থেকে আমাদের মুক্তির জন্য শুধু ছাত্ররা নয় সকলের অবদানে তা সম্ভব হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার আল্লাহর রহমত ছিল বলেই এটা সম্ভব হয়েছে। তিনি স্বৈরাচারী হাসিনার সমালোচনা করে বলেন এত বড় জুলুম এবং অন্যায় করার পরও তার মধ্যে কোন অনুশোচনা নেই। এখনো তিনি বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে দেশে নৈরাজ্য অরাজকতা সৃষ্টির ষড়যন্ত্র করছিলেন। যার প্রতিফলও তিনি পেয়েছেন। আগামীতে বিএনপির ক্ষমতায় আসলে বরিশালের উন্নয়নের জন্য সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে।

বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু বলেন, যোগাযোগ ব্যবস্থা যাতে ভবিষ্যতে আর উন্নত হলে হিজলা মুলাদী এবং বরিশালের সংযোগের জন্য মীরগঞ্জ খেয়াঘাটে একটি সেতু নির্মাণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদেরকে সহযোগিতা করা উচিত বলে সকলকে এগিয়ে যাওয়ার আহবান জানান। আবার কোন কারণে বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেদের হাতে যেন আইন তুলে না নেয়, দেশে সেই রকমের আর কোন কার্যকলাপ না ঘটে বিষয়টিতে সকলের দৃষ্টি রাখার অনুরোধ জানিয়েছেন।

কাজী মিরাজ মাহমুদ বলেন, গত সরকারের শাসনামলে সাংবাদিকদের কথা বলা সহ লেখার অধিকার ছিল না। বিএনপি ক্ষমতায় আসলে সাংবাদিকদের অধিকার যাতে ক্ষুন্ন না হয় সেই দিকে দৃষ্টি রাখবে বলে মনে করেন তিনি। পেশাগত সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয়।

বিআরইউ সাধারণ সম্পাদক সাংবাদিক খালিদ সাইফুল্লাহ বলেন, আপনারা কি সিংহের গর্জন শুনেছেন? আমি শুনেছি আর আমার পাশে বিএনপি নেতা নজরুল ইসলাম খান রাজন ভাইও শুনেছেন। ২০০১ সালের পহেলা অক্টোবর একটি নির্বাচনে চরমোনাইয়ের একটি ভোটকেন্দ্রে এক ঘন্টা আমরা অবরুদ্ধ ছিলাম। সেখানে সিংহের গর্জনের মত সাহসী ভূমিকা রেখেছিলেন বরিশালের জনপ্রিয় ব্যক্তি অ্যাডভোকেট মজিবুর রহমান সারওয়ার। কিন্তু বর্তমানে বরিশালে বিএনপির যে রাজনৈতিক অবস্থা চলছে তা খুবই হতাশজনক। মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার তার গুন্ডাবাহিনী কর্তৃক শিক্ষা বোর্ড চেয়ারম্যান কে লাঞ্ছিত ও অবরুদ্ধ করে রাখার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি।একই সাথে একটি তদন্ত কমিটি গঠন করে অভিযুক্ত জিয়াউদ্দিন শিকদারের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য বিএনপির নেতৃবৃন্দের প্রতি দাবি জানাচ্ছি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটি এর ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন বরিশালে কর্মরত জাতীয় ও স্থানীয় পিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক সহ সামাজিক ও রাজনৈতিক নেতাকর্মী।