পটুয়াখালীপ্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় কলাপাড়া অডিটোরিয়ামে কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ বাজেট ঘোষণা করেন।
কোনো ধরণের নতুন কর আরোপ না করে প্রারম্ভিক ১ কোটি ৯২ লক্ষ ৮৯ হাজার ৯৬০ টাকাসহ ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৫ কোটি ৯২ লক্ষ ৪৬ হাজার ৯৬০ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বোজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, জামায়াত ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. আবদুল কাইয়ুম, ইসলামী আন্দোলনের উপজেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট এজেডএম কাওসার।
কলাপাড়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম এ বাজেট ঘোষনায় কোনো ধরণের নতুন কর আরোপ করা হয়নি। বাজেটে প্রারম্ভিক ১ কোটি ৯২ লক্ষ ৮৯ হাজার ৯৬০ টাকাসহ ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৫ কোটি ৯২ লক্ষ ৪৬ হাজার ৯৬০ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
এ বাজেটে পৌরবাসীদের জন্য পৌর রাজস্ব তহবিল থেকে ১টি পানির পাম্প স্থাপন, পৌরসভার রাস্তা, ড্রেন, পানি সরবরাহ, পয়ঃনিষ্কাশন, স্বাস্থ্য সেবা, রাস্তা আলোকিতকরণ, রাস্তা ও ড্রেন পরিষ্কার, ক্রীড়া, মসজিদ, মন্দির, প্যাগোডা সংস্কার, গোরস্থান ও শশ্মানের উন্নয়ন, বিনোদন কেন্দ্র উন্নয়ন, শিশু পার্ক নির্মাণ, মার্কেট নির্মাণ, স্কুল-কলেজ মাদ্রাসার পরিষেবা, শিক্ষা ও সাংস্কৃতির বিকাশ সাধন, মশক নিধন ও ময়লা আবর্জনা পরিষ্কার করণ, শহরের সৌন্দর্যবর্ধন ইত্যাদি প্রাধান্য পেয়েছে। এ ছাড়া গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক পায়ে হাঁটার পথ নির্মাণ কাজ চলমান আছে বলে বাজেট সভায় জানানো হয়েছে।
এ বাজেটে নিজস্ব রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৭২ লক্ষ ৯৭ হাজার টাকা, উন্নয়নমূলক কাজের জন্য সরকারি বরাদ্দ আশা করা হচ্ছে ৪ কোটি ১০ লক্ষ টাকা, গুরুত্বপূর্ন নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (আইইউআইডিপি) আশা করা হচ্ছে ৫ কোটি টাকা, নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে (ইউআইআইপি) আশা করা হচ্ছে ৫ কোটি টাকা, কোভিড-১৯ প্রকল্প থেকে আশা করা হচ্ছে ২ কোটি টাকা।
এ বাজেটে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ২৫ কোটি ১ লক্ষ ২০ হাজার টাকা। নিয়মিত ব্যয়ের তিন মাসের সমপরিমান ব্যায় বাবদ সমাপনী স্থিতি রাখা হয়েছে ৯১ লক্ষ ২৬ হাজার ৯৬০ টাকা। এ ছাড়া ২০২৪-২০২৫ অর্থ বছরের ১৫ কোটি ৫ লক্ষ ১৯ হাজার ৭৩৪ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়েছে।