ঢাকার উত্তরায় বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।
সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে এ সমবেদনা জানান তিনি।
এতে উল্লেখ করা হয়, রাজধানী ঢাকায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও তার সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন।
একইসঙ্গে আমাদের আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা এই ভয়াবহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারবর্গের প্রতি।
উল্লেখ্য, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে।