ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে পাইলট, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এফটি-৭ বিজিআই প্রশিক্ষণ বিমানের বিধ্বস্ত হওয়ার যে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, তা আমাদের সকলের হৃদয়কে গভীরভাবে মর্মাহত করেছে। যারা প্রাণ হারিয়েছেন— তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও দোয়া নিবেদন করছি। নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।’
তিনি আরও বলেন, ‘পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার এই শোকের সময়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, অভিভাবক এবং নিহত-আহতদের পরিবারের পাশে রয়েছে। প্রিয়জন হারানোর এই বেদনাকে কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমরা শোকাহত, বাকরুদ্ধ। মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছি— তিনি যেন শোকসন্তপ্ত পরিবারগুলোকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি ও ধৈর্য দান করেন।’
উল্লেখ্য, সোমবার দুপুরে রাজধানীর দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে পাইলটসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে।