ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা পেলেন প্রান্তিক মানুষ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১২:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৩ বার দেখা হয়েছে

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো ব্যতিক্রমী কর্মসূচি ‘বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা’।

সোমবার (৮ সেপ্টেম্বর) নগরের ২ নম্বর গেটে বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। সেবার মধ্যে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও ল্যাব টেস্ট সুবিধা। ধীরে ধীরে অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যও এ সুবিধার আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন নিজ হাতে রোগীদের কাছ থেকে প্লাস্টিক বর্জ্য নিয়ে চিকিৎসাসেবা দেন। তিনি জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করে আসছে। এ কর্মসূচি সেই সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নিল।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড পরিচালক মো. জামাল উদ্দিন বলেন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং প্রান্তিক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। আবার এই জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত। এ দুই সমস্যার সমাধান চিন্তা থেকেই ‘প্লাস্টিক কেয়ার’ প্রকল্পের যাত্রা। এর ফলে যেমন দূষণ কমবে, তেমনি প্রান্তিক মানুষও চিকিৎসা পাবেন এবং পরিবেশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড পরিচালক মো. জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নিউটন ঘোষ, সিটি মেয়রের একান্ত সহকারী জিয়া উদ্দিন ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।

বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা পেলেন প্রান্তিক মানুষ

প্রকাশিত : ১২:৩২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সহযোগিতায় ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হলো ব্যতিক্রমী কর্মসূচি ‘বর্জ্যের বিনিময়ে স্বাস্থ্যসেবা’।

সোমবার (৮ সেপ্টেম্বর) নগরের ২ নম্বর গেটে বিদ্যানন্দ দাতব্য চিকিৎসালয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ কর্মসূচির আওতায় প্রান্তিক জনগোষ্ঠী প্লাস্টিক বর্জ্য জমা দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন। সেবার মধ্যে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও ল্যাব টেস্ট সুবিধা। ধীরে ধীরে অন্যান্য পুনর্ব্যবহারযোগ্য বর্জ্যও এ সুবিধার আওতায় আনা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র শাহাদাত হোসেন নিজ হাতে রোগীদের কাছ থেকে প্লাস্টিক বর্জ্য নিয়ে চিকিৎসাসেবা দেন। তিনি জানান, বিদ্যানন্দ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে সিটি কর্পোরেশনকে বর্জ্য ব্যবস্থাপনায় সহায়তা করে আসছে। এ কর্মসূচি সেই সহযোগিতাকে আরও একধাপ এগিয়ে নিল।

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড পরিচালক মো. জামাল উদ্দিন বলেন, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনার কারণে পরিবেশ দূষণ বাড়ছে এবং প্রান্তিক মানুষ স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। আবার এই জনগোষ্ঠী স্বাস্থ্যসেবা থেকেও বঞ্চিত। এ দুই সমস্যার সমাধান চিন্তা থেকেই ‘প্লাস্টিক কেয়ার’ প্রকল্পের যাত্রা। এর ফলে যেমন দূষণ কমবে, তেমনি প্রান্তিক মানুষও চিকিৎসা পাবেন এবং পরিবেশ নিয়ে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড পরিচালক মো. জামাল উদ্দিন, শিশু বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান, শিশু বিশেষজ্ঞ ডা. নিউটন ঘোষ, সিটি মেয়রের একান্ত সহকারী জিয়া উদ্দিন ও চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ প্রমুখ।