ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বেতন পরিশোধ না হলে নাসা গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা: উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ১০:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৫১ বার দেখা হয়েছে

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত নাসা গ্রুপের প্রতিনিধিদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে সম্পত্তি বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাদের সম্পদ বিক্রির ব্যবস্থা করে শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতাদি পরিশোধের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা অথবা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

সভায় নাসা গ্রুপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের নামে সম্পদের খোঁজ পাওয়া যায়।

১। গুলশান-১ এ দুটি ১২ তলাবিশিষ্ট বিল্ডিং (ব্যাংক বিল্ডিং) রয়েছে।
২। ৩০০ ফুট এলাকায় ২ বিঘা জমি রয়েছে, যা ল্যান্ডস্কেপিং করা।
৩। জলসিঁড়ির সেক্টর-১৭-তে একটি কাঁচা মার্কেট রয়েছে।
৪। মেয়ে আনিকার নামে একাধিক প্লট এবং পরিবারের সকলের নামে অনেক সম্পদ রয়েছে।
৫। মেঘনা ঘাটে একটি ওয়্যারহাউজ এবং পেট্রোল পাম্প আছে।
৬। ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি রয়েছে।
৭। শান্তা মরিয়ম ইউনিভারসিটির পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি আছে।
৮। দুবাইয়ে খেজুর বাগান এবং রিসোর্ট রয়েছে।
৯। চাঁদপুরে বিশাল একটি মার্কেট রয়েছে।
১০। নিকেতনে ১০ বিঘা জমি কেনা আছে।
১১। হাতিরঝিল প্রকল্পে বড় দুটি খেজুরের ডিপো রয়েছে, যাতে ১০-১২ কোটি টাকার খেজুর আছে।
১২। মহাখালী ডিওএইচএস-এর মসজিদের পাশে ১০ কাঠা জমির ওপর বাসা রয়েছে।
১৩। ২৪ কোটি টাকা মূল্যের প্রভিডেন্ট ফান্ড রয়েছে।
১৪। গুলশান-১ এ একটি দখলকৃত বাসা আছে, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
১৫। গুলশানে ৭১ নম্বর প্লটে ১ বিঘা জমি রয়েছে, যা পারটেক্স গ্রুপের কাছ থেকে কেনা।
১৬। পূর্বাচলে ২০টি প্লট রয়েছে, যা চেয়ারম্যান ও তার পরিবারের নামে। দুদক ৪-৫টি প্লট ক্রোক করেছে।
১৭। পূর্বাচলে ২.৫ বিঘার ওপরে একটি হাসপাতাল আছে (নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল)।
১৮। জলসিঁড়ি, সেক্টর-১৭-তে চেয়ারম্যানের নামে ২.৫ বিঘা জমির ওপর ১০০ কোটি টাকা মূল্যের একটি মার্কেট রয়েছে।
১৯। জলসিঁড়ি ২ নম্বর সেক্টরে ৮টি প্লট রয়েছে (সাইজ ২০-২৮ কাঠা), যার মধ্যে দুটি কর্নার প্লট।
২০। মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিংয়ের বিপরীতে ৩০-৪০ বিঘা জমি রয়েছে।
২১। নেভির পাশে ৩০০ ফুট সড়কে ৩০-৪০ বিঘা জমি রয়েছে। যার মধ্যে কিছু বন্ধক আছে এবং ৩০ বিঘা ভরাট করা, যেখানে চিড়িয়াখানা, মসজিদ এবং গেস্টহাউজ রয়েছে।
২২। বিজিএমইএ-এর উত্তর পাশে দিয়া বাড়িতে ৩টি প্লট মিলে একটি ৪.৫ বিঘা জমিতে সুইমিং পুল, মসজিদ এবং গেস্টহাউজ রয়েছে, যার মূল্য ৪০০ কোটি টাকা।
২৩। উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান রয়েছে এবং উত্তরা সেক্টর-১৩-এর (সোনারগাঁ জনপদ) একটি প্লট রয়েছে।
২৪। তেজগাঁও শিল্প এলাকায় মহাখালী বাসস্ট্যান্ডের পাশে ৩ বিঘা জমির ওপর নাসা হেড অফিস রয়েছে।
২৫। তেজগাঁও আড়ং-এর বিপরীতে ৭ বিঘা জমি রয়েছে।
২৬। আড়ং-এর পাশে লাগোয়া গাজী গ্রুপ থেকে কেনা ৭ বিঘা জমি বন্ধক দেওয়া যেতে পারে।
২৭। মেঘনা ঘাটে আরও ১০ বিঘার একটি জমি আছে।

বেতন পরিশোধ না হলে নাসা গ্রুপের মালিকপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা: উপদেষ্টা

প্রকাশিত : ১০:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, নাসা গ্রুপের শ্রমিকদের বেতন পরিশোধ করা না হলে মালিকপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এ কথা বলেন।

সভায় উপস্থিত নাসা গ্রুপের প্রতিনিধিদের আগামী ২১ সেপ্টেম্বরের মধ্যে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের কাছ থেকে সম্পত্তি বিক্রির জন্য পাওয়ার অব অ্যাটর্নি নিয়ে তাদের সম্পদ বিক্রির ব্যবস্থা করে শ্রমিকদের চলতি মাসের বেতন-ভাতাদি পরিশোধের বিষয়ে পদক্ষেপ নিতে বলা হয়। এ সময়ের মধ্যে প্রতিষ্ঠান চালু রাখা অথবা বন্ধ করার সিদ্ধান্তও জানাতে হবে। অন্যথায় মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের পাসপোর্ট বাতিল করা হবে।

সভায় নাসা গ্রুপের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং নাসা গ্রুপের মালিক, মালিকের স্ত্রী, ছেলে ও মেয়ের নামে সম্পদের খোঁজ পাওয়া যায়।

১। গুলশান-১ এ দুটি ১২ তলাবিশিষ্ট বিল্ডিং (ব্যাংক বিল্ডিং) রয়েছে।
২। ৩০০ ফুট এলাকায় ২ বিঘা জমি রয়েছে, যা ল্যান্ডস্কেপিং করা।
৩। জলসিঁড়ির সেক্টর-১৭-তে একটি কাঁচা মার্কেট রয়েছে।
৪। মেয়ে আনিকার নামে একাধিক প্লট এবং পরিবারের সকলের নামে অনেক সম্পদ রয়েছে।
৫। মেঘনা ঘাটে একটি ওয়্যারহাউজ এবং পেট্রোল পাম্প আছে।
৬। ঠাকুরগাঁওয়ে ৩০০ বিঘা জমি রয়েছে।
৭। শান্তা মরিয়ম ইউনিভারসিটির পাশে বাউন্ডারি করা আনুমানিক ১০ বিঘা জমি আছে।
৮। দুবাইয়ে খেজুর বাগান এবং রিসোর্ট রয়েছে।
৯। চাঁদপুরে বিশাল একটি মার্কেট রয়েছে।
১০। নিকেতনে ১০ বিঘা জমি কেনা আছে।
১১। হাতিরঝিল প্রকল্পে বড় দুটি খেজুরের ডিপো রয়েছে, যাতে ১০-১২ কোটি টাকার খেজুর আছে।
১২। মহাখালী ডিওএইচএস-এর মসজিদের পাশে ১০ কাঠা জমির ওপর বাসা রয়েছে।
১৩। ২৪ কোটি টাকা মূল্যের প্রভিডেন্ট ফান্ড রয়েছে।
১৪। গুলশান-১ এ একটি দখলকৃত বাসা আছে, যেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
১৫। গুলশানে ৭১ নম্বর প্লটে ১ বিঘা জমি রয়েছে, যা পারটেক্স গ্রুপের কাছ থেকে কেনা।
১৬। পূর্বাচলে ২০টি প্লট রয়েছে, যা চেয়ারম্যান ও তার পরিবারের নামে। দুদক ৪-৫টি প্লট ক্রোক করেছে।
১৭। পূর্বাচলে ২.৫ বিঘার ওপরে একটি হাসপাতাল আছে (নার্সিং ইনস্টিটিউট ও হাসপাতাল)।
১৮। জলসিঁড়ি, সেক্টর-১৭-তে চেয়ারম্যানের নামে ২.৫ বিঘা জমির ওপর ১০০ কোটি টাকা মূল্যের একটি মার্কেট রয়েছে।
১৯। জলসিঁড়ি ২ নম্বর সেক্টরে ৮টি প্লট রয়েছে (সাইজ ২০-২৮ কাঠা), যার মধ্যে দুটি কর্নার প্লট।
২০। মসুল (জলসিঁড়ি) নীলা মার্কেটের সামনে পুলিশ হাউজিংয়ের বিপরীতে ৩০-৪০ বিঘা জমি রয়েছে।
২১। নেভির পাশে ৩০০ ফুট সড়কে ৩০-৪০ বিঘা জমি রয়েছে। যার মধ্যে কিছু বন্ধক আছে এবং ৩০ বিঘা ভরাট করা, যেখানে চিড়িয়াখানা, মসজিদ এবং গেস্টহাউজ রয়েছে।
২২। বিজিএমইএ-এর উত্তর পাশে দিয়া বাড়িতে ৩টি প্লট মিলে একটি ৪.৫ বিঘা জমিতে সুইমিং পুল, মসজিদ এবং গেস্টহাউজ রয়েছে, যার মূল্য ৪০০ কোটি টাকা।
২৩। উত্তরা মাসকট প্লাজার পশ্চিমে ফার্নিচারের দোকান রয়েছে এবং উত্তরা সেক্টর-১৩-এর (সোনারগাঁ জনপদ) একটি প্লট রয়েছে।
২৪। তেজগাঁও শিল্প এলাকায় মহাখালী বাসস্ট্যান্ডের পাশে ৩ বিঘা জমির ওপর নাসা হেড অফিস রয়েছে।
২৫। তেজগাঁও আড়ং-এর বিপরীতে ৭ বিঘা জমি রয়েছে।
২৬। আড়ং-এর পাশে লাগোয়া গাজী গ্রুপ থেকে কেনা ৭ বিঘা জমি বন্ধক দেওয়া যেতে পারে।
২৭। মেঘনা ঘাটে আরও ১০ বিঘার একটি জমি আছে।