বাংলাদেশ কৃষি ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়ন-এর যৌথ উদ্যোগে আউটস্ট্যান্ডিং রেমিট্যান্স পারফমেন্স শীর্ষক এক অনুষ্ঠান গত বুধবার ব্যাংকের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিট্যান্স সেবা প্রদানে তাদের ব্যতিক্রমী পারফরম্যান্সের জন্য ব্যাংকের বিভিন্ন অঞ্চলের ১০টি শাখাকে সম্মাননা দেওয়া হয়। এছাড়াও, রেমিট্যান্স কার্যক্রমে যুক্ত কর্মকর্তাদেরও বিশেষ উপহার প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সানচিয়া বিনতে আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুর রহিম এবং মোহা. খালেকুজ্জামান, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপকগণ, সংশ্লিষ্ট উপ-মহাব্যবস্থাপক ও কর্মকর্তাবৃন্দ।
ওয়েস্টার্ন ইউনিয়নের পক্ষ থেকে দক্ষিণ এশিয়ার ব্যবসায় উন্নয়ন প্রধান মি. প্রেম সুগণেশ এবং ওয়েস্টার্ন ইউনিয়ন বাংলাদেশের অন্যান্য প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন যে, এই উদ্যোগ কর্মকর্তাদের রেমিট্যান্স সংগ্রহে আরও বেশি অনুপ্রাণিত করবে এবং দেশের বৈদেশিক আয় বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেস্ক রিপোর্ট 























