ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

দুমকিতে চর থেকে অবৈধ মাটি কাটায় ৫ শ্রমিক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১১৩ বার দেখা হয়েছে
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের  পায়রা নদীর তীরবর্তী চরাঞ্চল থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রলারসহ পাঁচ শ্রমিককে আটক করেছে দুমকি থানা পুলিশ। স্থানীয় একটি কুচক্রী মহলের নির্দেশে দীর্ঘ দিন তারা মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিল বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চলে এই অভিযান চালানো হয়।
আটককৃত পাঁচ শ্রমিক হলেন:নাসির হাওলাদার (৩৫),নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০),আবদুস ছালাম (৪৫) ও
মো: সহিদুল (৪০) তারা সবাই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নায়ঙ্গল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জাম এবং ট্রলারসহ এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে মাটি কাটার মূল হোতা বা প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র চরাঞ্চল থেকে মাটি কেটে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। এর ফলে কৃষিজমি এবং জনবসতিপূর্ণ এলাকা নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে। তারা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।
জনপ্রিয় সংবাদ

দুমকিতে চর থেকে অবৈধ মাটি কাটায় ৫ শ্রমিক আটক

প্রকাশিত : ০৯:৪৬:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের  পায়রা নদীর তীরবর্তী চরাঞ্চল থেকে অবৈধভাবে মাটি কাটার সময় ট্রলারসহ পাঁচ শ্রমিককে আটক করেছে দুমকি থানা পুলিশ। স্থানীয় একটি কুচক্রী মহলের নির্দেশে দীর্ঘ দিন তারা মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছিল বলে জানা গেছে।
শুক্রবার দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর চরাঞ্চলে এই অভিযান চালানো হয়।
আটককৃত পাঁচ শ্রমিক হলেন:নাসির হাওলাদার (৩৫),নুর হোসেন (২৯), আবুল বাসার (৪০),আবদুস ছালাম (৪৫) ও
মো: সহিদুল (৪০) তারা সবাই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নায়ঙ্গল গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জাম এবং ট্রলারসহ এই পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে মাটি কাটার মূল হোতা বা প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, “নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটায় ভাঙনসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র চরাঞ্চল থেকে মাটি কেটে পার্শ্ববর্তী বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বিভিন্ন ইটভাটায় বিক্রি করে আসছে। এর ফলে কৃষিজমি এবং জনবসতিপূর্ণ এলাকা নদী ভাঙনের তীব্র ঝুঁকিতে পড়েছে। তারা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।