ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধে প্রশাসক নিয়োগ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৩:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
  • ১৯ বার দেখা হয়েছে

নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনাদি পরিশোধের জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফি) অতিরিক্ত মহাপরিদর্শক ও সরকারের যুগ্মসচিব আরিফ আহমেদ খানকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৮ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর  সচিবালয়ে অনুষ্ঠিত নাসা গ্রুপের অসন্তোষ নিরসন–বিষয়ক এক বৈঠকে সিদ্ধান্ত হয়, তিন ব্যাংকে জমা থাকা ৩০ কোটি ৪৫ লাখ টাকা তুলে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে নাসা গ্রুপ। টাকা পরিশোধ করতে হবে অনলাইনে।

বৈঠকের সিদ্ধান্ত ছিল, শ্রমিকের পাওনা মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অর্থাৎ বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করবে নাসা গ্রুপ। যেসব শ্রমিকের এমএফএস হিসাব নেই, তাদের নামের তালিকা করে আগামী ১০ অক্টোবরের মধ্যে হিসাব খোলার ব্যবস্থা করতে হবে।

নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া পরিশোধে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ০৩:১৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫

নাসা গ্রুপের শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতনাদি পরিশোধের জন্য কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফি) অতিরিক্ত মহাপরিদর্শক ও সরকারের যুগ্মসচিব আরিফ আহমেদ খানকে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (৮ অক্টোবর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম শাখা থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর  সচিবালয়ে অনুষ্ঠিত নাসা গ্রুপের অসন্তোষ নিরসন–বিষয়ক এক বৈঠকে সিদ্ধান্ত হয়, তিন ব্যাংকে জমা থাকা ৩০ কোটি ৪৫ লাখ টাকা তুলে শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করবে নাসা গ্রুপ। টাকা পরিশোধ করতে হবে অনলাইনে।

বৈঠকের সিদ্ধান্ত ছিল, শ্রমিকের পাওনা মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) অর্থাৎ বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে পরিশোধের ব্যবস্থা করবে নাসা গ্রুপ। যেসব শ্রমিকের এমএফএস হিসাব নেই, তাদের নামের তালিকা করে আগামী ১০ অক্টোবরের মধ্যে হিসাব খোলার ব্যবস্থা করতে হবে।