পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর উপকূলীয় গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ১৯২ জন জেলেদের মাঝে স্বল্প মূল্যে তৈরিকৃত জেলেদের জীবন রক্ষাকারী লাইভবয়া বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ বরিশাল অঞ্চলের ( প্রাইস্ প্রকল্প) উদ্যোগে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেরিবাঁধ জেলে ঘাটে এই লাইভবয়া বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বাবুল মুন্সি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরকাজলে বাস্তবায়নাধীন প্রাইস্ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম, ডিআরআর ও সিল্ক অফিসার মোঃ মেহেদী হাসান শান্ত, লাইভলিহুড ও মার্কেট লিংকেজ অফিসার মোঃ মারুফ হোসাইন, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মিজানুর রহমান মিলন, এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনীতিক দলের প্রতিনিধি, স্থানীয় জনগণ, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ,অনুষ্ঠঅনে উপস্থিত ছিলেন।