মার্কেটের দোকান ভাড়া পরিশোধের সময় বাড়িয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
রাজস্ব আদায় বাড়ানোর স্বার্থে বকেয়া পরিশোধ ও চার কিস্তির পৌরকরের (হোল্ডিং ট্যাক্স) উপর ১০ শতাংশ রিবেট সুবিধাসহ সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ডিএসসিসির মালিকানাধীন মার্কেটগুলোর দোকান ভাড়া পরিশোধের সময় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) ডিএসসিসির সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে ডিএসসিসি সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম এই বিষয়ে একটি দপ্তর আদেশ জারি করে এটি কার্যকর করেছেন।
এদিকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত ১০ শতাংশ রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ দিচ্ছে ডিএসসিসি । সংস্থাটির পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, রিবেট সুবিধাসহ পৌরকর (হোল্ডিং ট্যাক্স) পরিশোধ, সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও দোকান ভাড়া বিষয়ে গণবিজ্ঞপ্তির কথা উল্লেখ করে বলা হয়, ডিএসসিসির করদাতাদের (বাড়ি/ফ্ল্যাট/ইমারতের মালিক ও ব্যবসায়ীদের) অবগতির জন্য জানানো যাচ্ছে– ৩০ সেপ্টেম্বর ২০২৫-২৬ (হাল) অর্থবছরের চার কিস্তি পৌরকর একত্রে পরিশোধ করে ১০% রিবেট নেওয়ার সুযোগ রয়েছে।
এতে আরও বলা হয়, বকেয়াসহ হাল অর্থবছরের পৌরকর পরিশোধ করে শুধু ২০২৫-২৬ (হাল) অর্থবছরের উপর ১০% রিবেট সুবিধা গ্রহণ করুন। ২০২৫-২৬ অর্থবছরের জন্য সারচার্জ ছাড়া ট্রেড লাইসেন্স নবায়ন করা যাবে। ডিএসসিসির মালিকানাধীন দোকানগুলোর ভাড়া, সারচার্জ, জরিমানা ছাড়া পরিশোধ করা যাবে। এই সময়ের মধ্যে ১০% রিবেট সুবিধা এবং সারচার্জ ব্যতীত ট্রেড লাইসেন্স নবায়ন ও ভাড়া পরিশোধের সুযোগ নেওয়ার জন্য করদাতা ও ব্যবসায়ীদের অনুরোধ জানানো হয়েছে।