ঢাকা ০৩:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

দুমকিতে দুই জেলেকে কারাদণ্ড

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০১:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১১ বার দেখা হয়েছে

দুমকি প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে। পরে আটককৃতদের উভয়কে ১৬ দিন কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আটককৃতরা হলেন, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের চান্দু তালুকদারের পুত্র মোঃ জামাল তালুকদার ও পশ্চিম ঝাটরা গ্রামের বারেক হাওলাদারের পুত্র মোঃ কাওসার হাওলাদার। শুক্রবার (১০অক্টোবর) রাত ৩টার দিকে পায়রা নদীর পাতাবুনিয়া এলাকা থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এর ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১৬ দিন কারাদণ্ড প্রদান করেন এবং জাল পুড়িয়ে ধ্বংস ও নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়।

দুমকিতে দুই জেলেকে কারাদণ্ড

প্রকাশিত : ০১:০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

দুমকি প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকারের সময় দুই জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর ও পুলিশের যৌথ অভিযানে। পরে আটককৃতদের উভয়কে ১৬ দিন কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আটককৃতরা হলেন, উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের চান্দু তালুকদারের পুত্র মোঃ জামাল তালুকদার ও পশ্চিম ঝাটরা গ্রামের বারেক হাওলাদারের পুত্র মোঃ কাওসার হাওলাদার। শুক্রবার (১০অক্টোবর) রাত ৩টার দিকে পায়রা নদীর পাতাবুনিয়া এলাকা থেকে দুই হাজার মিটার কারেন্ট জাল ও একটি নৌকাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতদের বেলা সাড়ে ১১টায় দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মোঃ ইজাজুল হক এর ভ্রাম্যমাণ আদালত উভয়কে ১৬ দিন কারাদণ্ড প্রদান করেন এবং জাল পুড়িয়ে ধ্বংস ও নৌকা নদীতে ডুবিয়ে দেয়া হয়।