বাংলাদেশের অন্তত একটি যুদ্ধ জাহাজ ও একটি নৌঘাঁটি নৌ-কমান্ডোদের নামে নামকরণের দাবি তুলেছেন বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোরা।
শনিবার (১১ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপর্টার্স ইউনিটিতে বাংলাদেশ নৌকমান্ডো অ্যাসোসিয়েশন ত্রি-বার্ষিক সম্মেলনে এ দাবি করেন তারা।
সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা নৌ-কমান্ডোরা বলেন, মুক্তিযুদ্ধে তাদের অসামান্য অবদান থাকার পরও পরবর্তী সময় অবহেলিত হয়েছেন। তারা কীভাবে কোন প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন সেই স্মৃতি তুলে ধরেন নদী পথের এই মুক্তিযোদ্ধারা। যুদ্ধকালে নৌপথকে পাক হানাদার বাহিনী থেকে রক্ষা করতে কীভাবে জীবন বাজি রেখেছেন তাও তুলে ধরেন নৌ-কমান্ডোরা।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম উপস্থিত থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের কারণের আসতে পারেননি। তবে তিনি লিখিত বার্তা পাঠিয়ে নৌ-কমান্ডোদের সাফল্য কামনা করেছেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর। ত্রি-বার্ষিক নৌকমান্ডো সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির।