ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

পটুয়াখালীর মহাসড়কে র‌্যাবের মিনিবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৮:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • ১৮ বার দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর মহাসড়কে র‌্যাব সদস্যদের পরিবারের সদস্যদের বহন করা একটি মিনি বাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে র‌্যাব সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ফতুল্লা বাসষ্টান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন র‌্যাব এর মিনিবাসচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিম ও র‌্যাবের উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ এর দুই বছর বয়সী শিশু পিয়াম।
পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন আহত ১৫-২০ জনের অবস্থা আশঙ্কাজনক।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার সকালে বরিশাল থেকে র‌্যাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ৩০ সিটের তাদের মিনিবাস (বরিশাল মেট্রো-ঝ-১১-০০০৬) নিয়ে ভ্রমনে কুয়াকাটা যাচ্ছিল। এদিকে কুয়াকাটা থেকে ‘ধানসিড়ি’ পরিবহনের যাত্রীবাহী বাসটি (বরিশাল-মেট্রো-ব-১১-০২০৬) যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আসা সকাল সাড়ে ৮ টার দিকে র‌্যাবের মিনিবাস ও যাত্রীবাহী বাসদুটি মহাসড়কের পটুয়াখালীর সদর উপজেলার ফতুল্লা বাসষ্টান্ড অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র‌্যাবের মিনিবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যাত্রবাহী বাসটিরও সামনের অংশ দুমড়ে যায়।
তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসে এবং আহতদেরকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই ওই দু‘জন মারা যান । এছাড়াও আহত র‌্যাব সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাপসাতাল নিয়ে আসা হয়।
খবর পেয়ে দূঘটনা কবলিত যাত্রীদের উদ্ধারে পটুয়াখালী থেকে র‌্যাব-৮ সদস্য, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারাভিযানে অংশ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আহতদের তথ্য অনুসারে আহতরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইব্রাহিম (৩৫), বরাইল এলাকার রেহেনা (৫৫), র‌্যাব পরিবারের সদস্য মাহাবুবা (২৮), হৃদয় (৩২), মীম (৮), ভোলার কামাল (৪০), নড়াইলের শামিমা (৪০), ঝিনাইদহের ওমর (৪০), নীলফামারির আরোজা (৪১), বাগেরহাটের আরিফ (২৭), বরিশালের তাসনিম (১৭), গলাচিপার বেল্লাল (৫০), পিয়াস (৯), জুনায়েদ (৭ মাস), আমতলীর যুথি আক্তার (১৬), দিনা (৮), সাতক্ষীরার এশা (২৯), র‌্যাব সদস্য প্রসেনজিৎ (৩৩) আমতলীর মো. ফরিদ (১৮), রাঙ্গাবালীর আবদুল্লাহ (৪), আমতলীর রবিউল (১১), বাগেরহাটের মেঘলা (২০), বরিশালের মো. ইলিয়াস শেখ (৩২), গলাচিপার সানজিদা (২১) ও রফাত (৮), নিপা (বয়স উল্লেখ নেই), ইব্রাহিম (৪২), আমতলীর নাজমুল ইসলাম (৩২), বরগুনার নেয়ামতউল্লাহ (২৪), কামাল হোসেন (বয়স উল্লেখ নেই)। এ ছাড়াও অনেক আহত রোগীদের দূঘটনাস্থল থেকে সরাসরি লেবুখালী সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে। তবে এদের মধ্যে আহত র‌্যাব সদস্য ও তাদের পরিবারের সব সদস্যদের সনাক্ত করা সম্ভব হয়নি।


পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার তামান্না রহমান শান্ত জানান, সকল ৯ টার দিকে সড়ক দূর্ঘটনার রোগী আসতে থাকে। এর মধ্যে দুই বছরের এক শিশুকে আমরা মৃত পাই। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও লেবুখালী সিএমএইচএ পাঠানো হয়েছে।
পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীর লেবুখালী সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)‘র ভর্তি করা হয়েছে ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেই।

পটুয়াখালীর মহাসড়কে র‌্যাবের মিনিবাস ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ

প্রকাশিত : ০৮:৩৩:১২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর মহাসড়কে র‌্যাব সদস্যদের পরিবারের সদস্যদের বহন করা একটি মিনি বাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে র‌্যাব সদস্যসহ দুইজন নিহত হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার ফতুল্লা বাসষ্টান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন র‌্যাব এর মিনিবাসচালক সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিম ও র‌্যাবের উপপরিদর্শক (এসআই) প্রসেনজিৎ এর দুই বছর বয়সী শিশু পিয়াম।
পটুয়াখালী র‌্যাব-৮ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার রাশেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন আহত ১৫-২০ জনের অবস্থা আশঙ্কাজনক।


সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শনিবার সকালে বরিশাল থেকে র‌্যাব সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ৩০ সিটের তাদের মিনিবাস (বরিশাল মেট্রো-ঝ-১১-০০০৬) নিয়ে ভ্রমনে কুয়াকাটা যাচ্ছিল। এদিকে কুয়াকাটা থেকে ‘ধানসিড়ি’ পরিবহনের যাত্রীবাহী বাসটি (বরিশাল-মেট্রো-ব-১১-০২০৬) যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে। আসা সকাল সাড়ে ৮ টার দিকে র‌্যাবের মিনিবাস ও যাত্রীবাহী বাসদুটি মহাসড়কের পটুয়াখালীর সদর উপজেলার ফতুল্লা বাসষ্টান্ড অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে র‌্যাবের মিনিবাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। যাত্রবাহী বাসটিরও সামনের অংশ দুমড়ে যায়।
তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধারে এগিয়ে আসে এবং আহতদেরকে উদ্ধার করে প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই ওই দু‘জন মারা যান । এছাড়াও আহত র‌্যাব সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ আহতদের প্রথমে পটুয়াখালী মেডিকেল কলেজ হাপসাতাল নিয়ে আসা হয়।
খবর পেয়ে দূঘটনা কবলিত যাত্রীদের উদ্ধারে পটুয়াখালী থেকে র‌্যাব-৮ সদস্য, পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারাভিযানে অংশ নেয় এবং আহতদের হাসপাতালে পাঠায়।
পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আহতদের তথ্য অনুসারে আহতরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার ইব্রাহিম (৩৫), বরাইল এলাকার রেহেনা (৫৫), র‌্যাব পরিবারের সদস্য মাহাবুবা (২৮), হৃদয় (৩২), মীম (৮), ভোলার কামাল (৪০), নড়াইলের শামিমা (৪০), ঝিনাইদহের ওমর (৪০), নীলফামারির আরোজা (৪১), বাগেরহাটের আরিফ (২৭), বরিশালের তাসনিম (১৭), গলাচিপার বেল্লাল (৫০), পিয়াস (৯), জুনায়েদ (৭ মাস), আমতলীর যুথি আক্তার (১৬), দিনা (৮), সাতক্ষীরার এশা (২৯), র‌্যাব সদস্য প্রসেনজিৎ (৩৩) আমতলীর মো. ফরিদ (১৮), রাঙ্গাবালীর আবদুল্লাহ (৪), আমতলীর রবিউল (১১), বাগেরহাটের মেঘলা (২০), বরিশালের মো. ইলিয়াস শেখ (৩২), গলাচিপার সানজিদা (২১) ও রফাত (৮), নিপা (বয়স উল্লেখ নেই), ইব্রাহিম (৪২), আমতলীর নাজমুল ইসলাম (৩২), বরগুনার নেয়ামতউল্লাহ (২৪), কামাল হোসেন (বয়স উল্লেখ নেই)। এ ছাড়াও অনেক আহত রোগীদের দূঘটনাস্থল থেকে সরাসরি লেবুখালী সিএমএইচ এ নিয়ে যাওয়া হয়েছে। তবে এদের মধ্যে আহত র‌্যাব সদস্য ও তাদের পরিবারের সব সদস্যদের সনাক্ত করা সম্ভব হয়নি।


পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার তামান্না রহমান শান্ত জানান, সকল ৯ টার দিকে সড়ক দূর্ঘটনার রোগী আসতে থাকে। এর মধ্যে দুই বছরের এক শিশুকে আমরা মৃত পাই। গুরুতর আহতদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও লেবুখালী সিএমএইচএ পাঠানো হয়েছে।
পরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন আহতদের উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালীর লেবুখালী সেনানিবাস সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)‘র ভর্তি করা হয়েছে ।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাজেদুল ইসলাম সজল বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে তাৎক্ষনিক আমরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নেই।