ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ১৪ বার দেখা হয়েছে

চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন শরিফ নামে এক যুবক। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্ট, ভাংচুর করা হয় জানালার গ্লাস ও চেয়ার।

শনিবার (১১ অক্টোবর) রাত আটটা ২০ মিনিটের দিকে জিইসি মোড় এলাকার জিইসি কনভেনশন সেন্টারে সংঘর্ষের সূত্রপাত হয়। মোটরসাইকেল ব্রান্ড হোন্ডার একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কসার্টের ঘটনায় গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলামকে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।

চট্টগ্রামে কনসার্টে সংঘর্ষ, একজন গুলিবিদ্ধ

প্রকাশিত : ০৬:৩৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন শরিফ নামে এক যুবক। সংঘর্ষে পণ্ড হয়ে গেছে কনসার্ট, ভাংচুর করা হয় জানালার গ্লাস ও চেয়ার।

শনিবার (১১ অক্টোবর) রাত আটটা ২০ মিনিটের দিকে জিইসি মোড় এলাকার জিইসি কনভেনশন সেন্টারে সংঘর্ষের সূত্রপাত হয়। মোটরসাইকেল ব্রান্ড হোন্ডার একটি অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কসার্টের ঘটনায় গুলিবিদ্ধ শরিফকে চট্টগ্রাম মেডিকেলে আনা হয়েছে। তাকে ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। শরিফ খুলশী ডেবারপাড় এলাকার বাসিন্দা।

ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসি (উত্তর) আমিরুল ইসলামকে কল দিলেও সাড়া পাওয়া যায়নি।