ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত : ০২:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
  • ২ বার দেখা হয়েছে

সোমবার (১৩ অক্টোবর) বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ই) অক্টোবর বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্সে রুমে জেলা প্রশাসনের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনির পক্ষ থেকে হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসতে আহ্বান জানালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ৮ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।

হরতাল কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসকারী বাঙালি জনসাধারণের ওপর চলমান বৈষম্যের প্রতিকার চেয়ে এই অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতালের মতো কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছিল। বান্দরবান জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেও প্রতিকার পাইনি। আজ রোববার জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ৮ দফা দাবির যেগুলো বাস্তবায়ন তার মাধ্যমে করা সম্ভব, তিনি অতিদ্রুত তা বাস্তবায়ন করবেন আর যে সকল দাবি জেলা প্রশাসকের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সে সকল দাবি তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। এই ভিত্তিতে আমরা আগামীকাল ১৩ অক্টোবর বান্দরবানে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি।

এর আগে গত ৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরসনে ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালনের কথা জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনে পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও ব্যাবস্থাপনা)  এস এম হাসান, জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এন এ জাকির প্রমুখ।

বান্দরবানে পার্বত্য নাগরিক পরিষদের হরতাল প্রত্যাহার

প্রকাশিত : ০২:৪৫:১১ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫

সোমবার (১৩ অক্টোবর) বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের পূর্বঘোষিত হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। রোববার (১২ই) অক্টোবর বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্সে রুমে জেলা প্রশাসনের সাথে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের মতবিনিময় শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক শামীম আরা রিনির পক্ষ থেকে হরতালের মতো কর্মসূচি থেকে সরে আসতে আহ্বান জানালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান ৮ দফা দাবি বাস্তবায়নে জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল দাবি পর্যায়ক্রমে বাস্তবায়নের জন্য দ্রুত উদ্যোগ গ্রহণের কথা জানান জেলা প্রশাসক।

হরতাল কর্মসূচি প্রত্যাহারের বিষয়ে বান্দরবান পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে পাহাড়ে বসবাসকারী বাঙালি জনসাধারণের ওপর চলমান বৈষম্যের প্রতিকার চেয়ে এই অঞ্চলের জনসাধারণের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ হরতালের মতো কর্মসূচি পালনের পথ বেছে নিয়েছিল। বান্দরবান জেলা প্রশাসকের কাছে আমরা আমাদের দাবিগুলো তুলে ধরেও প্রতিকার পাইনি। আজ রোববার জেলা প্রশাসক আমাদের আশ্বস্ত করেছেন আমাদের ৮ দফা দাবির যেগুলো বাস্তবায়ন তার মাধ্যমে করা সম্ভব, তিনি অতিদ্রুত তা বাস্তবায়ন করবেন আর যে সকল দাবি জেলা প্রশাসকের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব নয়, সে সকল দাবি তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবেন। এই ভিত্তিতে আমরা আগামীকাল ১৩ অক্টোবর বান্দরবানে হরতাল কর্মসূচি প্রত্যাহার করেছি।

এর আগে গত ৯ অক্টোবর সংবাদ সম্মেলনের মাধ্যমে নিরসনে ৮ দফা দাবিতে সোমবার (১৩ অক্টোবর) বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল পালনের কথা জানায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

মতবিনিময় সভায় জেলা প্রশাসনে পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) মো. আবু তালেব, অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও ব্যাবস্থাপনা)  এস এম হাসান, জেলা নাগরিক পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, এন এ জাকির প্রমুখ।